
বন্দর প্রতিনিধি:
বন্দরের মুরাদপুরে মনু হত্যার আসামীরা জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে মনুকে তার নিজ বাড়িতে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক থাকে। সরকার পরিবর্তনের পর তারা পুনরায় এলাকায় ফিরে আসে এবং জামিনে বেরিয়ে আসে। এর মধ্যে প্রধান আসামী মনির বর্তমানে বন্দর থানায় ৩দিনের রিমান্ডে রয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে পাঠাবে পুলিশ। এর আগে গত ৭ অক্টোর মনিরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ঐদিন রিমান্ড শুনানীতে মনু হত্যার বাদী ও মনুর বোন আদালতে আসামীদের পুনরায় গ্রেপ্তার ও মনু হত্যার দৃষ্টন্ত মূলক শাস্তি দাবি করে বক্তব্য দেয়ায় মনু হত্যার আসামী টিটু, ফারুক, নুরুল, জনি, ইউনুছ, মিন্টু, মোজাম্মেল, মিঠু, জনি, সামসুল, জিকু প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গন থেকে বাদী ও নিহত মনুর বোন শাহীনাকে অপহরণের চেষ্টা করে। ওই সময় আসামীরা তাদের প্রকাশ্যে মারধর করে। আসামীরা তাদের প্রকাশ্যে হত্যা হুমকি দেয় বলে জানা গেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় ও পুলিশ সুপার দফতরে অভিযোগ দয়ের করা হয়েছে। নিহত মনুর বোন শাহীনা আক্তার জানান, আসামীরা এলাকায় ত্রাস সৃষ্টিসহ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ। আসামীরা তার মা ফুলমতিকে হত্যা, বাবা কামাল উদ্দিনকে হত্য, ২০০৩ সালে তার দুই ভাই নুরা ও বাবুলকে হুলি করে হত্যা, এর এক বছরের মধ্যে তার দুই বোন রেহানা ও নিলুফাকে হত্যা করে। সর্বশেষ একমাত্র ভাই মনুকে গত ৭ জুন প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে হত্যা করে। অবশিষ্ট ২ বোনকেকেও হত্যার হুমকি দিচ্ছে। তাই তারা সরকারের কাছে জীবনের নিরাপত্ত দাবি করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯