
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মন্ডপের উদ্বোধনও। দর্শনার্থীরা ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ছেন। উৎসবমূখর পরিবেশের মধ্যেই মায়ের দর্শন করছেন ভক্তরা। প্রত্যেকের প্রত্যাশা, ধর্মবর্ণ নির্বিশেষে একক হয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবেন এবার। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এর আগে, ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়। ঠাকুর দেখতে নারায়ণগঞ্জে বিভিন্ন মন্ডপে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকর সাথে কথা হলে তারা জানান, মায়ের আগমনে এবার আমরা খুব আনন্দিত। সকাল থেকে বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরেছি। ভালো লেগেছে, সব গুলো প্রতিমাই সুন্দর করে গড়া হয়েছে। তবে কিছু কিছু পুজো বেশী ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা থাকবে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সনাতন ধর্মের দুর্গোৎসবটা জাতে ভালো ভাবে পালন করতে পারি। দূর্গা পূজার আয়োজন নিয়ে দেওভোগ আখড়ার পুরোহিত অভিজিৎ চক্রবর্তী জানান, গতকাল বোধন গিয়েছে, মানে মাকে জাগ্রত করা। এটাকে অকাল বোধনও বলা হয়। আজকে সূর্যউদয়ের পর সকাল ৮ পর্যন্ত ছিলো ষষ্ঠী পূজার তিথী। এর মধ্যে দিয়ে মাকে যথাস্থানে বসিয়ে আনুষ্ঠানিকতা শুরু করলাম। রাতে আজকে দূর্গা মাকে অধিবাস করানো হবে। এদিকে, দূর্গা পূজা উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, নারায়ণগঞ্জে পূজা-মন্ডপে নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো জেলায় সার্বিক পরিস্থিতি খুব ভালো। পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন ফোর্স দায়িত্বে আছেন। সেই সাথে বিভিন্ন সেচ্ছাসেবক কাজ করছেন। কোন অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপিত হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯