আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৫
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

না.গঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৪ | ১০:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মন্ডপের উদ্বোধনও। দর্শনার্থীরা ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ছেন। উৎসবমূখর পরিবেশের মধ্যেই মায়ের দর্শন করছেন ভক্তরা। প্রত্যেকের প্রত্যাশা, ধর্মবর্ণ নির্বিশেষে একক হয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবেন এবার। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এর আগে, ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়। ঠাকুর দেখতে নারায়ণগঞ্জে বিভিন্ন মন্ডপে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকর সাথে কথা হলে তারা জানান, মায়ের আগমনে এবার আমরা খুব আনন্দিত। সকাল থেকে বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরেছি। ভালো লেগেছে, সব গুলো প্রতিমাই সুন্দর করে গড়া হয়েছে। তবে কিছু কিছু পুজো বেশী ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা থাকবে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সনাতন ধর্মের দুর্গোৎসবটা জাতে ভালো ভাবে পালন করতে পারি। দূর্গা পূজার আয়োজন নিয়ে দেওভোগ আখড়ার পুরোহিত অভিজিৎ চক্রবর্তী জানান, গতকাল বোধন গিয়েছে, মানে মাকে জাগ্রত করা। এটাকে অকাল বোধনও বলা হয়। আজকে সূর্যউদয়ের পর সকাল ৮ পর্যন্ত ছিলো ষষ্ঠী পূজার তিথী। এর মধ্যে দিয়ে মাকে যথাস্থানে বসিয়ে আনুষ্ঠানিকতা শুরু করলাম। রাতে আজকে দূর্গা মাকে অধিবাস করানো হবে। এদিকে, দূর্গা পূজা উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, নারায়ণগঞ্জে পূজা-মন্ডপে নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো জেলায় সার্বিক পরিস্থিতি খুব ভালো। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন ফোর্স দায়িত্বে আছেন। সেই সাথে বিভিন্ন সেচ্ছাসেবক কাজ করছেন। কোন অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপিত হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা