আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১১:০০

বন্দরে  চোরাই মালসহ বশির উদ্দিন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি :

বন্দরে আকিজ এগ্রো ফিড কোম্পানির চুরি হয়ে যাওয়া আংশিক এক্সলপি ক্যাবল উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ভাঙ্গারী দোকানী বশির উদ্দিন (৪৮)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত বশির উদ্দিন বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার  (১০ অক্টোবর)  দিবাগত রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ রসুলবাগ এলাকার একটি ভাঙ্গারী দোকান ও অপর একটি বসত বাড়িতে ২ দফা অভিযান চালিয়ে চোরাইকৃত ক্যাবলসহ ওই ভাঙ্গারী দোকানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  এলাকাবাসী জানিয়েছে, চোরাইকৃত ক্যাবল উদ্ধার করতে এসে  চোর বশিরের স্ত্রীসহ বাড়ির লোকজন পুলিশি কাজে   বাঁধা প্রদানসহ  এমনকি ইটপাটকেল নিক্ষেপ করে। চোরের স্বজনদের ইটপাটকেলের  আঘাতে আকিজ এগ্রোফিড লিমিটেডের  প্রাশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন মোল্লার মাথায় আঘাত পায়। ইটের আঘাতে আহত আল আমিন মোল্লাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছ। এ ঘটনায় বাগবাড়ী আকিজ এগ্রোফিড লিমিটেড-এ প্রাশাসনিক কর্মকর্তা আহত মোঃ আল-আমিন মোল্লা  বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে প্রাশাসনিক কর্মকর্তা  মোঃ আল-আমিন মোল্লা জানান, ফ্যাক্টরীর দায়িত্বরত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ প্রতি দিনের ন্যায় গত ২৮ সেপ্টেম্বর  দুপুর পৌনে ১২ টার  সময় ফ্যাক্টরীর সংযোগ বিহীন বৈদ্যুতিক লাইনের কাজ পরিদর্শনকালে প্রশাসনিক ভবনের পেছনে সুড়ঙ্গের মধ্যে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্নএক্সলপি ক্যাবল যার উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ঠিক ছিল মর্মে দেখিতে পায়। গত ২ অক্টোবর  সকাল অনুমান ১১.৪০ ঘটিকার সময় উক্ত ফ্যাক্টরীর দায়িত্বরত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ পূনরায় ফ্যাক্টরীর সংযোগ বিহীন বৈদ্যুতিক লাইনের কাজ পরিদর্শনকালে ফ্যাক্টরীর প্রশাসনিক ভবনের পিছনে গিয়ে দেখতে পায় ভবনের পাশের সুড়ঙ্গের মধ্যে ফ্যাক্টরীর বৈদ্যুতিক মেইন লাইনের উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্ন ৩০ মিটার এক্সলপি ক্যাবল যাহার আনুমানিক বাজার মূল্য তিন লক্) টাকা। তাৎক্ষনিক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ আমাকে বিষয়টি অবহিত করিলে আমি অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সাথে নিয়ে আকিজ এগ্রোফিড লিমিটেড-এ আসিয়া ঘটনা দেখি। আমি সহ অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ ফ্যাক্টরীর ডিউটিতে নিয়োজিত সিকিউরিটি গার্ড জাকির হোসেন, আলা উদ্দিন, বেলায়েত হোসেনদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা ঘটনার বিষয়ে কোন স্বদুত্তর দিতে পারে নাই। ইহাতে আমার ধারনা হয় যে, গত ২৮/০৯/২৪ইং তারিখ হইতে ০২/১০/২৪ইং তারিখ সকাল অনুমান ১১.৪০ ঘটিকার মধ্যে যে, কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আকিজ এগ্রোফিড লিমিটেড-এর ভিতর সঙ্গোপনে প্রবেশ করিয়া ফ্যাক্টরীর প্রশাসনিক ভবনের পিছনে সুড়ঙ্গের মধ্যে থাকা ফ্যাক্টরীর বৈদ্যুতিক মেইন লাইনের উপরে লাল ও ভিতরে কালো কাভার যুক্ত ৩৩০০০ কেভি ক্ষমতা সম্পন্ন ৩০ মিটার এক্সলপি মূল্য আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা