আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | দুপুর ১:১৩
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

কুতুবপুর একাধিক মামলার আসামী বিল্লাল গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৫ অক্টোবর, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউপির অন্যতম চিহিৃত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীদের অন্যতম হোতা ও মামলার আসামী মো.বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুর ১২টায় নয়ামাটি ইউরোটেক্স গার্মেন্টস এর সামনে থেকে বিল্লালকে গ্রেফতার করা হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের একাধিক মামলার আসামী বিল্লালকে গ্রেফতারের পরই স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। স্থানীয়রা জানান, ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত ৩০ নং মামলায় ১৪৬ নং আসামী পিয়ার আলীর গুনধর এ ছেলে বিল্লাল হোসেন। সিদ্ধিরগঞ্জ থানায় ৫ সেপ্টেম্বরে দায়েরকৃত ৫নং মামলায় ১০ নং আসামী এ বিল্লাল। ২০২৩ সালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনেও বিল্লালের বিরুদ্ধে একটি মামলা হয়েছিলো । এছাড়াও পিয়ার আলীর ছেলে বিল্লালের নামে আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলেন,পিয়ার আলীর পুরো পরিবারটিই মাদক ব্যবসায় জড়িত। তার বড় ছেলে এলাকার কুখ্যাত মাদক সম্রাট ইমরান হোসেন। বিগত ১৫ বছরে আওয়ামী যুবলীগের ব্যানাওে স্থানয়ি চুন্নু-মিথুনগংদের অন্যতম হাতিয়ার হিসেবে মাদক বিক্রিসহ এমন কোন অপকর্ম বাদ ছিলনা যা বিল্লালের মাধ্যমে হয়নি। তারা আরও বলেন,জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে দমাতে তাদের গুরু মসহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের নেতৃত্বে ও নির্দেশে নিরীহ ছাত্র-জনতার উপর বৃষ্টির মত গুলিবর্ষন করেছিলো এ বিল্লাল হোসেন। জালকুড়ি এলাকায় গার্মেন্টস ভাংচুরের ঘটনাতেও জড়িত ছিলো এ বিল্লালগং। আমরা চাই গ্রেফতারকৃত বিল্লালকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শাহ নিজামসহ তাদের সকলের অস্ত্রভান্ডারের সন্ধান পাওয়া যাবে। আমরা চাই বিল্লালকে বাংলাদেশের প্রচলিত আইনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা