
ডান্ডিবার্তা রিপোর্ট:
নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন অনুযায়ী ০৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, সবেতনে মাতৃত্বকালীন সুবিধা প্রদান, অসুস্থ্য হলে চিকিৎসা ছুটি ও সুবিধা প্রদান, সকল শ্রমিকদের গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, বছর শেষে অর্জিত ছুটির টাকা প্রদান সহ ১২ দফা দাবিতে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর পুলিশ লাইনে অবস্থিত মনিরা নীট এ্যাপারেলস্ লিঃ কারখানার শ্রমিকরা আজ ১৬/১০/২০২৪ ইং তারিখ বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে। মানবন্ধনে কারখানার শ্রমিক শেফালী বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংহতি জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ সভাপতি ও গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চাল শাখার সহ সভাপতি আনোয়ার খান সহ কারখানার শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন: মনিরা গার্মেন্টস্ মালিক বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা করে না, কোন কালেই সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করে নাই, ০৭ কর্মদিবসে বেতন পরিশোধ করে না, সবেতনে মাতৃত্বকালীন সুবিধা প্রদান করে না, বছর শেষে অভোগকৃত ছুটির টাকা পরিশোধ করে না, শ্রমিক অসুস্থ্য হলে কোন ছুটি বা টাকা পরিশোধ করে না। মালিক শ্রমিকদের থেকে দুই বেতন সীটে স্বাক্ষর রাখে। একসীটে দেখানো হয় সরকারের ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন হয়েছে। আরেকসীটে ৭-৮ হাজার টাকা বেতন দেওয়া লেখা থাকে। মালিক প্রতারক, যা বুঝতে পারি। নেতৃবৃন্দ আরও বলেন: শ্রমিকেরা গত ১৪/১০/২০২৪ ইং তারিখে ১২ দফা দাবি নামা মালিকের নিকট দেয়। কিন্তু মালিক দাবি বাস্তবায়নে কোন প্রতিউত্তর করেন নাই তাই শ্রমিকরা বাধ্য হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নিয়মতান্ত্রিক ভাবে। উক্ত দাবিনামা পত্রের অনুলিপি শ্রম সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রদান করেছে। তারপরও দাবি বাস্তবায়ন হয় নাই। নেতৃবৃন্দ বলেন: গত ৫ আগস্ট বাংলাদেশে পট পরিবর্তন হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে এবং দেশ থেকে পলায়ন করে। কিন্তু তাদের দোসররা মালিকগণ শ্রমিকদের অধিকার বঞ্চিত করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদিকে নিত্যপণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে শ্রমজীবিদের জীবন বাঁচাতে হাসফাস করছে। তাই অবিলম্বে শ্রমিকদের ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ আইনী ব্যবস্থা নিতে সকল শ্রম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট আহবান জানান শ্রমিক নেতৃবৃন্দ। নতুবা আন্দোলন সকল শিল্প সেক্টরে ছড়িয়ে পড়লে দায়ী থাকবেন মালিক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯