
ডান্ডিবার্তা রিপোর্ট:
সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে। কার্তিকের শুরুতে নগরী শীতের হালকা চাদরে ঢাকা পড়েছে। প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ধীরে ধীরে দিন ছোট হয়ে আসছে। বিকেল সাড়ে চারটা না বাজতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। জলদী নেমে আসছে সন্ধ্যা। তখনই কুয়াশার চাদর নগরবাসীর চোখে পড়ে। দূরের দালান, মসজিদের মিনারের দিকে তাকালে ধোয়া ধোয়া দেখা যায়। হালকা কুয়াশা ও ঠান্ডায় নগরী শীতের আমেজ গড়ে উঠে। সন্ধ্যা শেষে যখন রাত শুরু হয়, বাহিরে হাটতে ঠান্ডা অনুভব হয়। হিমেল হাওয়ায় টের পাওয়া যায়, ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে। চায়ের চুমুকে অনেকেই শীতের আমেজকে উপভোগ করছেন। রাত যত গড়ায় কুয়াশার চাদর ততই ঘন হতে থাকে, যা ভোর রাত্রি পর্যন্ত চলে। ভোর সকালে শীতের চাদর হালকা হতে শুরু করে, দুপুরের দিকে তা প্রায় দেখাই যায় না। তবে অন্যান্য দিনের তুলনায় খুব একটা গরম অনুভূত হয় না। দুপুর গড়িয়ে বিকেল আসলে হালকা কুয়াশার চাদর পুরো নগরীকে ঢেকে দেয়। কুয়াশায় সৃষ্ট এই শীতের আমেজ নগরবাসীর মনে দোলা দেয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন প্রান্তর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। বিশেষ করে গ্রাম্য অঞ্চলে সকালে কুয়াশায় শীতের দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে। এরইমধ্যে নারায়ণগঞ্জ‘র শহর সহ আশেপাশের এলাকায় শীতের আমেজ তৈরী হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই নগরী মেঘাচ্ছন্ন ছিল। সারা দিনের গড় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা রাত হলে আরও ২-১ ডিগ্রি করে কমবে। দুপুর থেকে কুয়াশার আবছা চাদর লক্ষ করা যায়। বিকেলের দিকে আগের তুলনায় কিছুটা ঘন হয়। রাতের দিকে তাপমাত্রা কমায় ঠান্ডা অনুভব হবে, কুয়াশার চাদরে নগরী আচ্ছাদিত হবে ভোড় পর্যন্ত। গাছের পাতায় পাতায় জমবে শিশির ফোটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের শুরু হতে নভেম্বর এসে পড়বে। তবে এবছর কুয়াশার প্রকোপ থাকবে। জানুয়ারি আসতে আসতে শীতের মাত্রা বাড়বে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯