আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | বিকাল ৫:৩৪
শিরোনাম:
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ’লীগ    ♦     জলাবদ্ধতা নিরসনে জনগণের পাশে নেই বিএনপি নেতারা    ♦     কলকাতায় আ’লীগের ‌‘পার্টি অফিস’    ♦     অন্তর্বর্তি সরকারের যে ভাবে যাত্রা শুরু    ♦     রূপগঞ্জে অবৈধ ভরাটের ফলে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ    ♦     খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ    ♦     ইউনূস সরকারের চ্যালেঞ্জের এক বছর    ♦     ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল    ♦     ভিক্টোরিয়া হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রোগীর চিকিৎসা    ♦     আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে    ♦    

বন্দরে অহরণ চক্রের নারীসহ ৫জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বন্দরে মো: রহিম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী করা অপহরণকারী চক্রের নারী সহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অপহৃত যুবক মো: রহিম (১৮) কে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ইউনুস আলী (৩৪), মার্জিয়া বেগম (২৫), মোঃ হাসান (২২), মোঃ নাজমুল (২৮), মোঃ জহিরুল ইসলাম (৩২)। গতকাল সোমবার ভোরে বন্দরের আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মেজর মো অনাবিল ইমাম জানান, সুনামগঞ্জের ছাতক থানার জিয়াপুর গ্রামের মো: মইনুল করিমের ছোট ছেলে মো: রাহিম (১৮) আনুমানিক দুই মাস পূর্বে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ আসে। নারায়ণগঞ্জের বন্দরে ইউনুস আলী (৩৪) নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তারা একত্রে কৃষি কাজ শুরু করেন। প্রায় দুই মাস কাজের মজুরির জমা করা টাকাগুলো মোঃ রাহিম নিজের কাছে রাখলে ইউনুস আলী সেই টাকা দাবি করে।  রাহিম টাকা দিতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০ টায় রহিম তার জমানো টাকা নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে যায়। আধাঘন্টার পর রাত ১১টার দিকে ইউনুস আলী ও তার সহযোগিরা মদনপুর বাস্ট্যান্ড থেকে রহিমকে অপহরণ করে বন্দরের আনন্দনগর এলাকায় নিয়ে যায়। এবং তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আরও ৬০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকার জন্য ইউনুস আলী মোঃ রাহিমের ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাই নাঈমকে ফোন দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসতে বলে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় ইউনুস গংরা  রাহিমকে এলোপাতারী চরথাপ্পড় ও কিলঘুষি মারে। এবং অপহরণকারীরা নাঈমকে ফোন দিয়ে তার ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরবর্তীতে নাঈম সুনামগঞ্জ হতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়রী করেন। এবং র‌্যাব-১১ বরাবর আবেদন করে। এর প্রেক্ষিতে ২০ অক্টোবর রাতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল বন্দরের আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে অপহরণ চক্রের মূলহোতা ইউনুস আলীসহ চক্রের ৫ জন সদস্যদেরকে আটক করে। পরে রহিমের বড় ভাই নাঈম বাদী হয়ে বন্দর থানায় আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা