
ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে দিনদিন তৎপরতা বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ীদের। নতুন কৌশলে তারা প্রকাশ্যে মাঠে নেমে পড়েছে। ফোন করলেই সঠিক জায়গায় পৗঁছে যায় মাদক। মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক ব্যবসায়ীরা। সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত ডাকাতি, চাঁদাবাজি মামলার চিহ্নিত আসামী ও মাদক ব্যবসায়ী রানা ওরফে অপুর্ব রানা, হাবিব, কিলার জসিম, রতন ওরফে কাইল্লা রতন, ফরহাদ ওরফে ফেন্সি ফরহাদ, সোর্স আলামিন, স্বপনসহ আরও অনেকে সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচাসহ নানা অপরাধে জড়িয়ে পরেছেন তারা। বর্তমানে এখন নতুন কৌশলে তারা প্রকাশ্যে মাঠে নেমে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এই চক্রটি দিন-রাত বীরদর্পে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ভিবিন্ন মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। সন্ধ্যা হলেই সিদ্ধিরগঞ্জের সি.আই খোলা কাঠেরপুল, মজিববাগ, মিজমিজি, বাতান পাড়া, হিরাঝিল, নতুন মহল্লা বালুর মাঠসহ, অসংখ্য স্পটে চলছে তাদের এই রমরমা মাদক ব্যবসা। তাদের এই মাদক ব্যবসায় বাধা দিলেই সেই ব্যক্তিকে নিয়ে চলে ষড়যন্ত্র। কখনো ডিবি কখনো পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি আবার কখনো মারধরের হুমকিও দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, বিশেষ করে নাসিক ১নং ওয়ার্ডে অপরাধীদের তৎপরতায় আতঙ্কিত সাধারণ মানুষ। আর এই অপরাধীদের পৃথক পৃথক ভাবে নিয়ন্ত্রন করছে এক শ্রেণীর নামধারী বড় ভাই। তাদের কারনেই অল্প বয়সে যুবকদের হাতে লাগছে অপরাধের হাতকড়া, খাটছেন জেলও। অশান্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ।তাদের এই নিয়মিত মাদক সেবনের থাবা থেকে বাদ পড়ছে না গরীব, অসহায় নিরিহ মানুষ। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের এলাকায় পাইকারী, খুচরা মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণ করছেন এই সিন্ডিকেট। স্থানীয় প্রশাসনের নিস্ক্রীয়তায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা। এই সকল অপরাধীরা প্রকাশ্যে বিচরণ করলেও রহস্যজনকভাবে। নিশ্চুপ প্রশাসন। এদিকে মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাচঁতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা তৈরি হচ্ছে। দ্রুতই এই অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯