
ডান্ডিবার্তা রিপোর্ট:
বাজারে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ। কাঁচাবাজার, খোলাবাজার, প্লাস্টিক পণ্য উৎপাদনকারীসহ প্রায় সকল পর্যায়ে চলছে সরকারের অভিযান। কিন্তু নারায়ণগঞ্জের বাজারে থেমে নেই পলিথিন ব্যাগের ব্যবহার। জেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। তবুও ব্যবসায়ীরা পণ্য পলিথিনে করেই ক্রেতাদের কাছে সরবরাহ করছেন। ক্রেতা ও বিক্রেতা উভয়েই বলছেন, পণ্য বহনের জন্য পলিথিনের বিকল্প সামগ্রী এখনও হাতের নাগালে আসে নি। যার কারণে বন্ধ করা যাচ্ছে না পলিথিনের ব্যবহার। মঙ্গলবার (৫ নভেম্বর) সদর উপজেলার দ্বিগুবাবুর বাজার ও কালিরবাজারে ঘুরে দেখা যায়, ক্রেতা কিংবা বিক্রেতা কারও কাছে নেই পলিথিনের কোন বিকল্প ব্যাগ। চাল, ডাল, মসলা, মাছ, মাংস, সবজি, ফলসহ যেকোন নিত্য পণ্য বহন করতে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। মসলা, চাউল-ডালের গুটি কয়েক দোকানে কাগজের ব্যাগে করে পণ্য দিতে দেখা যায়। তবে ক্রেতাদের অনুরোধে কাগজের ব্যাগে মোড়ানো পণ্য পলিথিনে নিতে দেখা যায়। সেই দোকানীদের সাথে কথা হলে জানান, পলিথিন নিষিদ্ধ করেছে সরকার, তা আমরা জানি। পলিথিনের বিকল্প ব্যাগ হিসেবে কাগজের ব্যাগ ও জালি ব্যাগ সংগ্রহ করেছি। তাতে করে চাউল, ডালসহ অন্যান্য মসলা সামগ্রী সরবরাহ করছি। তবে কিছু ক্রেতা পণ্য বহনের জন্য পলিথিন দেয়ার কথা বলেন। বিজয় কৃষ্ণ নামে এক বিক্রেতা বলেন, পলিথিন বন্ধ হউক সেটা আমারও চাওয়া। সেটার জন্য সরকারের উচিত পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। তাহলে বাজারে সাপ্লাই আসবে না। আমি কাগজের ঠোসে করে আমার মালামাল দেয়ার চেষ্টা করি। স্টকে নতুন করে আর পলিথিন আনি নাই এখনও। চাল, ডালের মতো দু-একটা পণ্যের জন্য অনেক ক্রেতারা পলিথিন ব্যাগ চেয়ে বসেন। বাধ্য হয়ে দেয়ার লাগে। ক্রেতাদের ব্যাপারে পলিথিন ব্যাগ বহনের জন্য কিছু ব্যবস্থা নেয়া উচিত। নারায়ণগঞ্জের চাষাড়া, ১নং রেল গেইট, ২নং রেল গেইট আর নিতাইগঞ্জে কারও হাতে পলিথিন ব্যাগ দেখা যায়, তাদেরকে এক‘শ টাকা করে জরিমানা করা উচিত। তাহলে সকলে সতর্ক হবেন। দ্বিগুবাবুর বাজারে গিয়ে দেখা যায়, টমেটো, ফুলকপি, মূলা,লাল শাক, কচুর ছড়া, লাউ, কুমড়া, গাজর, আলু, পেঁয়াজ, আপেল, আনার, কলা, কাচ কলাসহ সকল প্রকার সবজি ও ফল বিক্রেতারা পণ্য বহনের জন্য পলিথিন ব্যবহার করছে। বাজার করতে আসা ক্রেতাদের হাতেও পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড়ে বা অন্য কোন ব্যাগ দেখা যায় নি। ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, বাজারে পলিথিনের কোন বিকল্প ব্যাগ নেই। দশ,পনের, বিশ টাকায় যে ব্যাগ পাওয়া যাচ্ছে তাও প্লাস্টিক পণ্য। তাই, পলিথিনে ব্যাগেই করে সবজি, ফল ও অন্যান্য নেয়া হচ্ছে। সেলিম নামে এক ক্রেতা লাইভ নারায়ণগঞ্জকে জানান, পলিথিন বন্ধ করা হয়েছে, তবে পলিথিনের বিকল্প কোথায়। বাজারে কোথাও পলিথিনের বদলে কাপড়, বা পাটের ব্যাগ পাই নাই। ছোট থাকতে আমার বাবা পাটের ব্যাগে করে তরকারি কিনতেন। বাজার করতে একই ব্যাগ দু-এক বছর চলত। সেই একই চিত্র বর্তমানে সম্ভব হলেও ব্যাপারটা মন্দ না। তবে আগে পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে। নয়ত পলিথিনের ব্যবহার বন্ধ হবে না। এরই সাথে পলিথিনের যেসকল বিকল্প ব্যাগের কথা বলা হচ্ছে, তা মানুষের হাতের নাগালে আসতে হবে। আক্তার হোসেন নামে অপর ক্রেতা বলেন, বাজারে পরিচিত কয়েকজন বিক্রেতা কাল থেকে ব্যাগ আনার কথা বলেছেন। আমিও ভাবছি কাপড় কিংবা পাটের ব্যাগ নিব। তবে এটা শুধু সবজি, ফল, চাল,ডাল, মসলার মতো শুকনো খাবারের জন্য চলবে। কিন্তু মাছ-মাংস পলিথিন ছাড়া নিবো কিভাবে। পলিথিনের অল্টারনেটিভ আমরা পেলে, সবাই তা জানলে ও সতর্ক হলে পলিথিন ব্যবহার বন্ধ হবে। এর আগে নয়। আনোয়ার নামে এক সবজি বিক্রেতা লাইভ নারায়ণগঞ্জকে জানান, দ্বিগুবাবুর বাজারে সেই রবিবারে অভিযান করেছিল, আর কোন খবর নাই। এক-দুই দিনের অভিযানে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা যাবে না। কারখানাগুলোতে পলিথিন উৎপাদন থামাতে হবে। সেই সাথে প্রতিনিয়ত সরকার, প্রশাসনকে কাজ করতে হবে এটা নিয়ে। এদিকে, নারায়ণগঞ্জে পলিথিন বন্ধে ধাপে ধাপে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ। তিনি জানান, আমরা জেলায় বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছি। পলিথিন ব্যাগ জব্দসহ জরিমানা করছি। আমরা আপাতত ব্যবাসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ক্রেতাদের দিকে এখনও আমরা কোন পদক্ষেপ নিচ্ছি না। পলিথিন বন্ধে আমাদের অভিযান চলবে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯