আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:২১

বন্দরে প্রতারক মালেক গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ভূয়া ওয়ারিশ, জাল দলিল ও এসিল্যান্ড, কানোনগো, সার্ভেয়ার,তহশিদারের স্বাক্ষর জাল করে ভূয়া নামজারীকরে অন্যের জমির মালিক সেজে বিক্রি করার দায়ে বন্দরের স্বল্পেরচক এলাকার প্রতারক মালেক (৪০)  এখন শ্রীঘরে।  মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতসূত্রে জানাগেছে, বন্দরের স্বল্পেরচক এলাকার মৃত আমিনউদ্দিনের ছেলে মালেক কলাবাগ এলাকার রহমতউল্লাহ ও আবুল আবুল গং এর নামজারী এবং তাদের পূর্ববর্তি মালিক সমিরউদ্দিন,শুক্কুর আলী,আলীমউদ্দিন এর মৃত্যু সনদ, ভূয়া ওয়ারিশ সনদ তেরি করে রহমতউল্লাহ ও মাজেদুল ইসলাম মুকুল গং নামজারী নিজেই বন্দর মৌজার  ৩৭ শতাংশ জনির মালিকসেজে বিল্লাল হোসেনের কাছে ২৩ শতাংশ বিক্রি করেন এবং তার স্ত্রীকে ১৪ শতাংশ জমি লিখে দেন। বিষয়টি জানতে পেরে জমির প্রকৃত মালিক রহমতউল্লাহ বিগত ২০২৩ সালের ১৯ জুন বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে জাল জালিয়াতির অভিযোগ এনে  মামলা নং ১৮০/ ২৩ দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সি আই ডি কে তদন্তভার দেন। নারায়ণগঞ্জ সি আই ডির তদন্তকারী অফিসার গোপাল কুমার পাল তদন্তশেষে প্রতারক মালেকসহ জড়িত ১৪ জনের বিরুদ্ধে ১০৯,৪০৬,৪২০,৪৬৭,৪৬৮,৪৭১ ধারায় অপরাধের অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত মালেক, বিপ্লব ,রাসেল খান ও দলিল লিখক গোলজারের বিরুদ্ধে ফ্রেফতারী পরোয়ানা ও ১০জনকে সমন জারি করে। ধৃত মালেকর বিরুদ্ধে সম্প্রতি এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করারঅভিযোগ রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা