আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৪৭

বন্দরে ডিসির বোন পরিচয়ে কুলসুমের তাফালিং

ডান্ডিবার্তা | ০৯ নভেম্বর, ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি

বন্দরের দক্ষিণ লক্ষণখোলায় ভ’মিহীনদের দেয়া কলোনীতে ডিসির বোন পরিচয় দিয়ে প্রভাব বিস্তারসহ  নানা অপকর্মে কলোনীবাসীকে অতিষ্ট করে তুলেছে কভলে অভিযোগ পাওয়া গেছে। পিতার বাড়ি কুমিল্লায়, স্বামীর বাড়ি গোপালগঞ্জে হওয়ায় দীর্ঘ দিন যাবত গোপালগঞ্জের প্রভাব ও ডিসির বোন পরিচয় দিয়ে কলোনীবাসীদের সংগে ঝগড়া ও যাকে তাকে মারধর করে কলোনীবাসীদের বিষিয়ে তোলেছে। করোনীবাসীরা জানান, আমরা তার কাছে অসহায়। তার মুখের ভাষা অনেক খারাপ। সে স্বামী পরিত্যক্তা। সে কিভাবে সান সওকত ভাবে চলাফেরা করে তা বুঝা যায় না। তার ২টি ছেলে রয়েছে তারা শহরের কালীর বাজারে কাপড়ের দোকানে কাজ করে। আর ডিসির বোন পরিচয়দানকারী কুলসুম প্রভাব বিস্তার করে চলে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোন প্রতিকার পায়নি কলোনীবাসী। শনিবার সকালে স্বপন নামে এ যুবককে মারধর করেছে। এ ব্যপারে ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, কলোনীর এ মহিলার বিরুদ্ধে আমার কাছে অনেকে অভিযোগ করেছে। সে নিজেকে ডিসির বোন পরিচয় দিয়ে বেড়াত। এ ব্যপারে অভিযুক্ত কুলসুমের সাথে কথা হলে তিনি বলেন, আমার বাড়ির পাশে সাবেক ডিআইড হাবিবুর রহমানের বাড়ি। তার মাধ্যমে ডিসি সাহেব আমাকে কলোনীতে এ ঘর বরাদ্ধ দিয়েছেন। যেহেতু তিনি বন্দরের স্থায়ী বাসিন্দা নন তাই তিনি একবার বলেছিলেন তার ভাই ডিসি। আর কোন দিন পরিচয় দেইনি। তবে স্থানীয়রা যাতে তার কোন ক্ষতি করতে না পারে তাই তিনি এ ধরনের পরিচয় দিয়েছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা