
ডান্ডিবার্তা রিপোট:
ফতুল্লা পোস্ট অফিস রোডে অবস্থিত ফতুল্লা ফ্যাশন লিমিটেড এর শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ও আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ওই কারখানার শ্রমিক-কর্মচারীরা। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফতুল্লা ফ্যাশনের কর্মচারী জামাল হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ওই কারখানার কর্মচারী সরোয়ার হোসেন ও শ্রমিক তানিয়া আক্তার প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ফতুল্লা ফ্যাশন লিমিটেড এর মালিক শ্রম আইন লঙ্ঘন করে প্রতি মাসে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে টালবাহানা করেন। মাসের পর মাস শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রাখা বদভ্যাসে পরিণত হয়েছে। গত জুলাই মাসের হাফ বেতন বকেয়া রেখে আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বকেয়া পড়েছে। শ্রমিক কর্মচারীরা গত ৩ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে না খেয়ে মরার অবস্থা তৈরি হয়েছে। অসহায় শ্রমিক কর্মচারীরা বকেয়া বেতন আদায়ে নারায়ণগঞ্জের কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছ। অভিযোগের ভিত্তিতে কলকারখানা অধিদপ্তর মালিক কর্তৃপক্ষ কে উক্ত দপ্তরে হাজির হয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য লিখিত নোটিশ করেন। কিন্তু মালিক উক্ত সরকারি দপ্তরের নোটিশ উপেক্ষা করে হাজির হয়নি। বিকেএমইএ সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর জুলাই মাসের হাফ বেতন প্রদান করেছে। কিন্তু ৩ মাসের বেতন বকেয়া রেখে আইনকানুনের তোয়াক্কা না করে গত ২৯ অক্টোবর বে-আইনিভাবে বিনা নোটিশে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ পাওনা পরিশোধের কোন সিদ্ধান্ত দেয়নি। ফতুল্লা ফ্যাশনের মালিক বিকেএমইএ’র সহ-সভাপতি এহসান সাহেব এর ভাই হওয়ার সুবাদে গায়জোড়ি করছে। বিপদগ্রস্থ অসহায় শ্রমিক কর্মচারীরা পাওনা আদায়ের জন্য দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে। ‘বিকেএমইএ’ সভাপতি ফতুল্লা ফ্যাশনের শ্রমিক কর্মচারীদের সংকট সমাধানের জন্য সহ-সভাপতি এহসান সাহেব কে দায়িত্ব দিয়েছেন। কারখানার মালিক উনার ভাই হওয়ার কারণে এখন পর্যন্ত সংকট নিরসনের লক্ষে কোন উদ্যোগ গ্রহণ করে নাই। এই অবস্থা চলতে পারে না। শ্রমিক কর্মচারীদের ঘরে খাবার নেই। মুদি দোকানদার চাল ডাল দেয়া বন্ধ করে দিয়েছে। বাঁকীর টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছে। বাড়িওয়ালা ঘর ভাড়ার টাকা দেয়ার জন্য অপমান অপদস্ত করছে। এ অবস্থায় তাঁদের জীবন বাঁচানোর কোন উপায় নেই। অবিলম্বে ফতুল্লা ফ্যাশন লিমিটেড মালিকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ যাবতীয় পাওনা আদায়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। অন্যথায় কঠুর আন্দোলন গড়ে তুলে পাওনা আদায়ের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯