
ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লার রামারবাগ ষ্টেডিয়াম সংলগ্ন মোঃ জুয়েল এর জমি দখল অপচেষ্টাকারী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে হামলা মামলার আসামি জাহাঙ্গীর আলম ডালিম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক করছেনা আইন শৃঙ্খলা বাহিনী। ভূক্তভোগী মহলের দাবী ভূমিদস্যু ডালিমকে অবিলম্বে গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করা হোক। এ ব্যাপারে চরফ্যাশন মোল্লা বাড়ির ভোলা জেলার বর্তমান ফতুল্লার দেলপাড়া এলাকার মোতালবে মোল্লার মেয়ে মোছাঃ তাছলিমা বাদী হয়ে গত ১০ নভেম্বর ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে গুলিবর্ষণ সহ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নং -১৬ সেই মামলায় জাহাঙ্গীর আলম ডালিমকে ১১৩ নম্বর আসামি করা হয়। ডালিমের আপন পিয়াশা পৈত্রিক বাড়ী দখল করে রাখার কারনে ডালিমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তা সত্বেও ডালিম তার বাহিনী নিয়ে গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় মোঃ জুয়েলের জমি দখল করতে যায়। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ডালিম গত আওয়ামী লীগ সরকারের আমলে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহার সাথে ছবি তুলে চলাফেরা করতো বিধায় নিরীহ লোকদের জমিজমা দখল করে হয়রানি করতো। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে কেউ ভয়ে কিছু বলতে সাহস পেতোনা। গত ৫ই আগস্ট ছাত্র- জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এডভোকেট খোকন সাহা পালিয়ে গেলেও ডালিম বহাল তবিয়তে রামারবাগ এলাকা ঘুরে বেড়াচ্ছে। ডালিমের শেল্টারে ও স্বশরীরে উপস্থিতিতে সাইদুল রহমান রামারবাগে মোঃ জুয়েলের জমি দখল করতে যায়। আগামী রবিবার সন্ধ্যায় উভয় পক্ষ কে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেন ঘটনাস্থলে যাওয়া এসআই মিজানুর রহমান। ডালিমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা ও অভিযোগ রয়েছে। মামলা ও অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মোঃ সাইদুল রহমান, পিতা আঃ হালিম খান, সাং- পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড,জাহাঙ্গীর আলম ডালিম পিতা মৃত সালাউদ্দিন, রামারবাগ, নাদিম হোসেন ভূইয়া পিতা আবু সিদ্দিক ভূইয়া,পশ্চিম দেওভোগ, সর্ব থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ সহ প্রায় ৭/৮ জন অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, নিম্ন তপছিল বর্ণিত ভূমির মালিক গত ১৭/১০/২০২৩ ইং তারিখ আমি বিজ্ঞ সিনিয়র সহকারী ২য় আদালতে ১টি দেওয়ানি মোকদ্দমা দায়ের করি। যাহার দেওয়ানি মামলা নং- ৪০৭/২৩ গত ০৭/১১/২০২৩ইং তারিখ দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারায় বিধান মতে আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া বিবাদীগণ আমার এই সম্পত্তি জোড় পূর্বক দখল করতে না পারে এই মর্মে আদেশ প্রদান করেন। বিবাদীগন এই আদেশের খবর পাইয়া তারা জোড় পূর্বক দখল করার চেষ্টা করছে। গত ১২/১১/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৭.০০ ঘটিকার সময় বিবাদীরা উক্ত সম্পত্তিতে আসিয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া হুসিয়ারী দেয় যে, আগামী কাল হতে যে কোন সময় বর্ণিত সম্পত্তি জোড় পূর্বক দখল করিয়া নেয়া সহ সম্পত্তির উপরে স্থাপিত গোডাউন লুটপাট করিবে। যদি কেউ কোন বাধা প্রদান করে কিংবা কোন বাড়াবাড়ি করে তাহা হইলে তাহাকে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে বেআইনী জনতাবদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়নে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠানে অংশগ্রহণ করত: হুকুম প্রদানের মাধ্যমে গুলিবর্ষণ করে গুরুতর জখম করার অপরাধ।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯