
ডান্ডিবার্তা রিপোর্ট:
এলএনজি পাওয়ার প্ল্যান্ট স্থায়ী বাতিলের দাবিতে এবং নবায়নযোগ্য পাওয়ার প্ল্যান্টগুলোতে বিনিয়োগ করার দাবিতে যৌথভাবে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, ক্লিন, এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃস্পতিবার (২৮নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেইন গেইটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,রাসেল আহমেদ, হৃদয় হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি সাময়িকভাবে স্থগিত করা ১২টি এলএনজি বিদ্যুৎকেন্দ্র এবং দুটি টার্মিনাল প্রকল্প স্থায়ীভাবে বাতিল করার দাবি জাতীয় দাবির সঙ্গে যুক্ত হয়েছে। সংগঠনটি উল্লেখ করেছে যে এলএনজি, একটি দূষণকারী জীবাশ্ম জ্বালানি, বাংলাদেশের জলবায়ু লক্ষ্যমাত্রা এবং জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এলএনজি আমাদেরকে দীর্ঘমেয়াদী কার্বন নিঃসরণ এবং আর্থিক অস্থিতিশীলতার ফাঁদে ফেলবে। নারায়ণগঞ্জসহ পুরো দেশের জন্য এমন নবায়নযোগ্য শক্তি প্রয়োজন, যা পরিবেশ ও স্থানীয় জীবিকার সুরক্ষা নিশ্চিত করবে। নাগরিকেরা জোর দিয়ে বলেছে, নবায়নযোগ্য শক্তি, যেমন সোলার ও বায়ুশক্তি, কেবল পরিবেশবান্ধবই নয় বরং দীর্ঘমেয়াদে আরও সাশ্রয়ী এবং টেকসই। পরিচ্ছন্ন শক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ তার আন্তর্জাতিক জলবায়ু চুক্তি রক্ষা করতে পারবে এবং একই সঙ্গে জ্বালানি স্বাধীনতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে। এই প্রচার অভিযানটি পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, ক্লিন, এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর উদ্যোগে পরিচালিত হচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে এলএনজি প্রকল্প স্থায়ীভাবে বাতিল করে বাংলাদেশ যেন নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত পদক্ষেপ নেয়। বাংলাদেশের জন্য এখনই সময় পরিচ্ছন্ন শক্তিকে অগ্রাধিকার দিয়ে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর। এটি শুধু দেশের পরিবেশ রক্ষা নয়, বরং একটি জলবায়ু সহনশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে। এই ক্যাম্পেইনটি নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের জরুরি তা তুলে ধরে, যা জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বলা হয়ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯