আজ রবিবার | ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৪:৩৩

ফতুল্লায় যুবককে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার বিসিক এলাকায় পুর্ব শত্রæতার জেরে ইয়াসিন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে জিসানগং এর বিরুদ্ধে। এ ঘটনায় আহত যুবক ইয়াসিন ফতুল্লা মডেল থানায় জিসানগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বিসিক ভাঙ্গাক্লাব এলাকার মো.ইছর আলীর ছেলে মো.ইয়াসিন উল্লেখ করেন যে, আমি ও আমার সঙ্গীয় মোঃ রাহাত সহ আরো ২ জন বন্ধু একই গার্মেন্টস কাজ করি।  গত ৬ জানুয়ারী রাত ১১ টায় আমাদের কাজ শেষ করিয়া কর্মস্থল হইতে বাহির হই। আমার সঙ্গীয় মোঃ রাহাত এবং আরো দুইজন বন্ধু বিসিক ২নং গলির ফ্রিডম গার্মেন্টস সংলগ্ন মূল রাস্তার উপর আসা মাত্র মাসদাইর বড়বাড়ি এলাকার ফেরদৌসের ছেলে মো.জিসান ও মো.সিফাতসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন বিবাদী দেশীয় ধারালো অস্ত্র (ধারালো চাপাতি, ধারালো চাকু, সুইচ গিয়ার, হকি স্টিক) ইত্যাদি নিয়ে আচমকা আমাদের উপর আক্রমন করে। এসময় আমি ও আমার সঙ্গীয় বন্ধুরা কোন কিছু বুঝিয়া উঠার আগেই জিসানের নির্দেশে উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাত নামা বিবাদীগণ আমাদেরকে এলোপাথারি মারপিট করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এসময় আমি আমার সঙ্গীয় বন্ধুরা প্রাণ বাচানোর দৌড় দিলেও আমার সঙ্গীয় বন্ধু মোঃ রাহাত বিবাদীদের করা আঘাতে মাটিতে লুটাইয়া পড়ায় বিবাদীগণ তাকে একা পাইয়া আমার বন্ধু মোঃ রাহাতকে হত্যার উদ্দেশ্যে বিবাদীদের হাতে থাকা ধারালো সুইচ গিয়ার, চাকু ও চাপাতি দিয়ে এলো পাথারি কোপানো ও পোচানোর শুরু করে। এসময় আমার বন্ধু রাহাত তাহার প্রাণ বাচাঁনোর জন্য বিবাদীদের করা আঘাতগুলো হাত দিয়া প্রতিহত করিলে জিসানের করা আঘাত আমার বন্ধু রাহাতের ডান হাতের কনিষ্ঠ আংগুলে লাগিয়া আঙ্গুলের উপরের অংশে গুরুতর কাটা রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। শুধু তাতেই ক্ষান্ত না হইয়া সিফাতের হাতে থাকা ধারালো চাপাতি দ্বারা রাহাতের মাথা বরাবর দুইটি এবং মাথার পিছন দিকে দুইটি কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখমের সৃষ্টি করে। রাহাত মুহুর্তেই অজ্ঞান হইয়া মাটিতে লুটে পড়লে উল্লেখিত বিবাদীগণ ও তাদের চক্রটি আমার বন্ধুকে মৃত মনে করিয়া দ্রæত ঘটনাস্থল হইতে পলায়ন করে। পরবর্তীতে আমি ও আমার অন্যান্য বন্ধুদের সহায়তায় গুরুতর রাহাতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা