
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী সন্ত্রাসী ও পলাতক নেতারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেই সাথে গোপনে দেশের মধ্যে আত্মগোপনে থাকা কর্মীদের ফেলছে বিপদে। কর্মীরা পলাতক নেতাদের কথা মানতে গিয়ে অনেকে বিপদে পড়ছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিগত সময় আওয়ামীলীগ ক্ষমতা টিকিয়ে রাখতে নিজেদের লোক দিয়ে জ¦াল্ওা পোড়াও করে বিরোধী মতকে দমাতে মামলা হামলা ও নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। আস্তে আস্তে তাদের অপকর্মের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। আওয়ামীলীগ কত বর্বরতা চালিয়ে তা এখন দেশের মানুষের কাছে প্রকাশ করছে অন্তর্বতি সরকার। এদিকে আওয়ামীলীগের ষড়যন্তের জবাব দিতে রাজপথে ছিল বিএনপি ও জামায়াত। কিন্তু দেশকে অস্থিতি বা অকার্যকর করতে আওয়ামলীগ হরতাল নামক ষড়যন্ত্র করলেও তাতে কেহ সাড়া দেয়নি। কিন্তু বাস্তবতা হলো ২০২৪ সনের ৫ আগষ্টের পরে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে প্রকাশ্যে দেখা যায় নাই। আওয়ামীলীগ নেতারা ক্ষমতা থাকাকালীন দলটির একটি শ্রেণি নানাভাবে অবৈধ পন্থায় টাকা কামিয়ে এখন পলতাক রয়েছে। এতিকে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে। এদিকে পুরো ফেব্রæয়ারি মাস জুড়ে রাজপথে থেকে অন্তবর্তি সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষনা দিয়ে দেশের মধ্যে পালিয়ে থাকা কর্মীদের বিপদে ফেলেছে। তবে তারা রাজপথে নামতেই পারে নাই। তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ওসমান পরিবার দোসররা পোষ্টার ব্যানারে ফিরলেও স্ব শরীরে কেউ মাঠে নামতে পারে নাই। যদিও নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও পুরো ফেব্রæয়ারি মাস জুড়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে। সারা মাস জুড়েই তারা এ বিক্ষোভ মিছিল করে যাবেন বলে ঘোষনা দিয়েছেন। রাজনৈতিক বোদ্ধমহল মনে করেন মহানগর বিএনপির দাপুটে আওয়ামী লীগের কেউ মাঠে নামার সাহস পাচ্ছে না। অপরদিকে ক্ষমতা থাকা কালিন সময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা গলাবাজি করে বড় বড় কথা বলেছেন। তারা নানা উন্নয়ন করেছে বলে গলা ফাটিয়েছে। এমনকি আওয়ামী লীগ কখনো পালায় না বলেও মন্তব্য করেছে জেলা ্আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। বাস্তবতা হচ্ছে গত ছয় মাস যাবত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিগত সময়ের এমপি থেকে শুরু করে সকল নেতাকর্মীরা পালিয়ে রয়েছে। এমনকি ফেব্রæয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রাজপথে কাউকে দেখাা যায় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল পালিয়ে রয়েছে। এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা আত্মগোপনে রয়েছে। তাছাড়া বিগত সময়ের দাপুটে থাকা ওসমান পরিবারের ওসমানীয় সম্রাজ্যের সন্ত্রাসী বাহিনীও পুরোদমে আড়ালে চলে গেছে। দলের কর্মসূচিতে কেউই সামনে আসতে সাহস পাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে যারা টাকা কামিয়েছে তারা এখন কই। তারা কেন মাঠে নামছে না। দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় ছয় মাসের মাথায় অন্তবর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে, যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে, না হয় ‘পলাতক’ রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন। তার সাথে নারায়ণগঞ্জের ৫টি আসনের সাবেক এমপিরাও পলাতক রয়েছে। যদিও আরব আমিরাতে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান রয়েছেন এমন কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে। তবে হঠাৎ করে আওয়ামী লীগ অর্ন্তবর্তি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কর্মসূচি ঘোষণা হওয়ার পরেও দলের নেতাকার্মীদের কোন সারা মিলেনি। জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে গত ১৮ ফেব্রæয়ারি হরতাল-ঢাক দিয়েছে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত দলটি। এর আগে নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে ১ ফেব্রæয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশের পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ-সমাবেশ পালনেরও ঘোষণা দেয়া হয়েছিল। তাতে কোন সারা মেলে নাই। এমনকি দলটির নেতাকর্মীরা কেই মাঠে নামার সাহসও পায় নাই। তাছাড়া দলটির কর্মসূচি পালনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাদের কারো দেখা নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯