আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৪:৩১

মনোনয়ন বাগাতে প্রার্থীদের দৌড়ঝাপ

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তবর্তি সরকার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনা দেয়ার পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছে। তারা কেন্দ্রসহ বিভিন্ন নেতাদের মধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে। গতকাল বুধবার রাজধানীতে বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা মিছিল নিয়ে যোগদান করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগ থেকে শুরু করে নিজেদের দল ভারি করার জন্য কাজ করছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মনে করেন তারা ধানের শীষ প্রতীক পাবেন। দল তাদের ত্যাগ ও দলীয় কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তাদের মনোনয়ন দিবেন। আবার অনেকে বলছেন, বিএনপি এবার একটু কঠোর হবেন। যারা স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে দখবাজি, চাঁদাবাজি ও মামলা বানিজ্য করেছে তাদের মনোনয়ন দেয়া হবে না। বিএনপি এবার ক্লিন ইমেজের নেতাদের বাছাই করে মনোনয়ন দিবেন। তবে সম্ভাব্য সকলেই নিজেদের ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে জাহির করে চলেছেন। সকলেই মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। সেই সাতে নেতাকর্মীদের কদরও বেড়েছে। সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যেভাবে বিএনপির নেতা-কর্মীরা আত্মত্যাগ করেছে, তেমনি জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মাথায় রাখে না। তারা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এইদেশে গণতন্ত্র বারবার ফিরে এনেছে এবং আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফ্যাসিবাদ দেশ থেকে চিরতরে বিতারিত করবে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারদেরকে যথাযথ মর্যাদা দিবেন। শহীদদের যে আত্মত্যাগের রক্তের ঋণশোধ করবে জাতীয়তাবাদী দল। আমাদের যুবদল নেতা শহীদ আবুল হোসেন স্বজনসহ যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন ওনি শহীদ পরিবারের পাশে আছেন এবং আমরা তাদের পরিবারের পাশে আছি এবং থাকবো। আগামী দিনে একটি গণতান্ত্রিক শোষণমুক্ত গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত ঘটে তার জন্য আমাদের নেতা তারেক রহমান সকল পরিকল্পনা নিয়েছেন। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার সমস্ত নির্দেশনা আগামী দিনে অক্ষর অক্ষরে পালন করব। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সকল বিষয়গুলো ছিল সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও অবিচার দূর করতে হবে। সকল প্রকার বৈষম্যকে জ্বলনতি দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেও বিচার বাংলার মাটিতে করতে হবে। তিনি আরও বলেন, অবিলম্বে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কালে যারা হত্যার হলি খেলেছিল তাদেরকে আইনের মুখোমুখি করে বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সকল প্রকার বৈষম্য অনিয়ম ও দুর্নীতি দমন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে আবারো বিপন্ন করবে। আবারো স্বৈরাচার কায়েম করার চেষ্টা করবে। দেশি-বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার জন্য আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বন্দর উপজেলা, বন্দর থানা, সদর থানা, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দকে পাড়ায় মহল্লায় ফ্যাসিসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে শক্তি দেখাতে শুরু করেছে। তারা এখন ভোটারদের মন জয় করতে নানা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। নির্বাচন ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছে। তাদের একটি মাত্র টার্গেট মনোনয়ন বাগিয়ে নেয়া।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা