আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:৫৬

সংঘাতে পথে হাঁটছে বিএনপি!

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের পথে হাটছে নারায়ণগঞ্জ বিএনপি। দলীয় কোন্দল আর বিভিন্ন সেক্টর দখল নিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে লিপ্ত হচ্ছে সংঘর্ষে। যা সম্প্রতি কয়েকটি ঘটনায় তার প্রমান পাওয়া যায়। রূপগঞ্জে, সিদ্ধিরগঞ্জে ও আড়াইহাজারসহ নারায়ণগঞ্জ শহরেও এর প্রভাব পড়েছে। ইতিমধ্যে ফতুল্লায় দুই প্রæপের মধ্যে চলছে পৃথক রাজনীতি। এতে করে দল দুবর্ল হতে শুরু করেছে। রমজানের আগে রূপগঞ্জে ও সিদ্ধিরগঞ্জের ঘটনায় রীতিমত বিএনপিকে সাধারণ মানুষ এখন ভিন্ন চোখে দেখতে শুরু করেছে। আর দলীয় কোন্দলে নারায়ণগঞ্জে বিএনপির ইমেজ দিন দিন ক্ষুন্ন হয়ে যাচ্ছে। আগে নেতায় নেতায় কোন্দল ছিল পদ পদবী নিয়ে। আর এখন কোন্দল হলো আধিপত্য বিস্তার আর সেক্টর দখল নিয়ে। এ সকল কোন্দল রূপ নিয়ে সংঘর্ষে। যে সংঘর্ষে ঘটেছে গুলাগুলি, অগ্নিসংযোগের মত ঘটনা। যা সাধারন মানুষকে ভাবিয়ে তুলেছে। এখন বিএনপিকে বিএনপি নেতারাই পদধুলিত করছে। সাধারণ মানুষের মধ্যে ইমেজ ক্ষুন্ন করছে। কেহ কেহ কেন্দ্রীয় নেতাদের চাটুকারিতা করে দলের মধ্যে কোন্দল জিয়িয়ে রেখেছেন। যা খেসারত বিএনপিকে দিতে হবে। তখন আফসুস ছাড়া বিএনপির আর কিছুই করার থাকবে না। আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঈদের দিন ঈদের পরের দিন ও তার পরের দিন উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে যুবদল নেতা জহির ও বিএনপির নেতা কবিরের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরের মধ্যে রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্রে করে ঈদের দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ঈদের পরের দিন মঙ্গলবার বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করার লক্ষে সংঘর্ষ বন্ধ করে উভয় পক্ষকেই শান্ত থাকার আহŸান জানান বিএনপির নেতৃবৃন্দ। এতে সাময়িক সময়ের জন্য তা বন্ধ থাকে। সভাশেষে কবিরের লোকজন জহির ও তার বোনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জহিরের লোকজন একত্রিত হয়ে পুনরায় কবিরের বাড়িতে হামলা চালায় এবং বিএনপির পার্টি অফিসসহ বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে। এই ঘটনা নিয়ে বুধবার বিকালে ও রাতে আবারো সংঘর্ষ হয়। যুবদল নেতা জহির জানান, বুধবার সন্ধ্যায় কবিরের আত্মীয় হিসেবে কদমিরচরের সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসেনের লোকজন স্পিডবোটে হামলা চালানো চেষ্টা করে কিন্তু গ্রামের লোকজনের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ৩দিনের সংঘর্ষে উভয় পক্ষের একটি পাটি অফিস, ইদ্রিস আলী, জাহেদ আলীর, জহির ও তার বোনের বাড়ি ভাংচুর করা হয়। সাবেক ছাত্রদল নেতা মোবারক বলেন, এখানে দ্বন্দ মূলত জহির ও কবিরের মধ্যে। আমাকে উদ্দেশ্যপ্রনীত ভাবে জাড়ানো হচ্ছে। এভাবে যারা বিএনপিকে বির্তকিত করছে তাদের বিরুদ্ধে কেন্দ্র দ্রæত ব্যবস্থা না নিলে এর মাশুল বিএনপিকে কড়ায় গোন্ডায় দিতে হবে। তাদের কারণে বিএনপির যে ইমেজ সাধারণ মানুষের মধ্যে তৈরী হয়েছিল তা ¤øান হতে শুরু করেছে। আর এ অবস্থা চলতে থাকলে বিএনপিকে মানুষ প্রত্যাখান করতে সময় লাগবে না। এ জন্য সাধারণ নেতাকর্মীরা দ্রæত পদক্ষের নেয়ার জন্য কেন্দ্রের প্রতি দাবি জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা