
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ডিসি-এসপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বৃক্ষ ও হস্তশিল্পের চিত্র উপহার দিয়ে স্নানোৎসব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমাদের মন টাকে বড় করতে হবে। সবাই মিলে কাজের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। কিছু মানুষের জন্ম হয়েছে কাজ না করে পেছনে থেকে সমালোচনা করার। যারা এ স্নানোৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা ভাবছি তাদেরকে সম্মাননা দিব।” তিনি স্নানোৎসব উদযাপন ফ্রন্টকে ধন্যবাদ জানান। স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, “সনাতনী সমাজে শৃঙ্খলা ফেরাতে গঠনমূলক কাজ করতে হবে। ছোটবড় সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবেই সামাজিক সংগঠনের সুফল সমাজের মানুষ ভোগ করতে পারবে।” স্নানোৎসব কমিটির উপদেষ্টা শংকর সাহা বলেন, “নবীন প্রবীন মিলে সমাজের জন্য কাজ করলে সমাজটা অনেক সুন্দর হবে। থাকবে না ভেদাভেদ বৈষম্য।” স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, “সমাজে কাজের প্রতিযোগিতা টা যেন সকলের অংশগ্রহণমূলক হয় এবং ধর্মীয় প্রতিযোগিতা যেন না হয়। আমরা সামাজিক জীব, এ সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার আমার সকলের।” স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও জেলা কল্যাণ ফ্রন্টের আহŸায়ক এডভোকেট রাজিব মন্ডল বলেন, “আমরা মাঠে আছি, সৃষ্টিকর্তা চাইলে আমরাই মাঠে থাকব। আমরা কাজ করে সততা দিয়ে সমাজে সামাজিক সংগঠনের গুরুত্ব প্রমাণ করে দিব।” এ সময় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খোকন সাহা, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রণজিৎ দে, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক জনি ভৌমিক, দপ্তর সম্পাদক রিপন দাসসহ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯