আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৬:৪০

ডিসি-এসপির সঙ্গে হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময়

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ডিসি-এসপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বৃক্ষ ও হস্তশিল্পের চিত্র উপহার দিয়ে স্নানোৎসব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমাদের মন টাকে বড় করতে হবে। সবাই মিলে কাজের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। কিছু মানুষের জন্ম হয়েছে কাজ না করে পেছনে থেকে সমালোচনা করার। যারা এ স্নানোৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা ভাবছি তাদেরকে সম্মাননা দিব।” তিনি স্নানোৎসব উদযাপন ফ্রন্টকে ধন্যবাদ জানান। স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, “সনাতনী সমাজে শৃঙ্খলা ফেরাতে গঠনমূলক কাজ করতে হবে। ছোটবড় সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবেই সামাজিক সংগঠনের সুফল সমাজের মানুষ ভোগ করতে পারবে।” স্নানোৎসব কমিটির উপদেষ্টা শংকর সাহা বলেন, “নবীন প্রবীন মিলে সমাজের জন্য কাজ করলে সমাজটা অনেক সুন্দর হবে। থাকবে না ভেদাভেদ বৈষম্য।” স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, “সমাজে কাজের প্রতিযোগিতা টা যেন সকলের অংশগ্রহণমূলক হয় এবং ধর্মীয় প্রতিযোগিতা যেন না হয়। আমরা সামাজিক জীব, এ সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার আমার সকলের।” স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও জেলা কল্যাণ ফ্রন্টের আহŸায়ক এডভোকেট রাজিব মন্ডল বলেন, “আমরা মাঠে আছি, সৃষ্টিকর্তা চাইলে আমরাই মাঠে থাকব। আমরা কাজ করে সততা দিয়ে সমাজে সামাজিক সংগঠনের গুরুত্ব প্রমাণ করে দিব।” এ সময় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খোকন সাহা, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রণজিৎ দে, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক জনি ভৌমিক, দপ্তর সম্পাদক রিপন দাসসহ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা