আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:৩২

ছাত্রলীগ নেতা মাদকসহ গ্রেফতার

ডান্ডিবার্তা | ১০ এপ্রিল, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ছাত্র লীগের সাবেক সভাপতি বহু মামলার আসামী চাঁদাবাজ,ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে নিজ বাড়ী কাঞ্চন চরপাড়া থেকে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত আড়াইটার সময় পুলিশ আটক করে। আটককৃত মোক্তার হোসেন রূপগঞ্জের চরপাড়া মরহুম মালেক মিয়া ওরফে লাইট মালেকের পুত্র। মাদক ব্যবসায়ী মোক্তার এক সময় পপুলার লাইফ ইন্সুইরেন্স এর কাজ করাকালীন সময়ে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে তার আপন ছোট ভাই কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন মোল্লার শেল্টারে চাঁদাবাজি, ভূমিদস্যু, ইয়াবাসহ সকল মাদক ব্যবসা শুরু করে। যা এখনো ছিলো অব্যাহত। আওয়ামীলীগের ১৬ বছর শাসনামলে মানুষের জমি দখল করে জোর পূর্বক অন্যের বালু ব্যবসা দখল করে ও সেখানে মাদকসহ বিভিন্ন ব্যবসা করত। এ বিষয়ে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম বলেন, এই চাঁদাবাজ, ভূমিদস্যু, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনের মাদক ব্যবসার কারনে যুব সমাজ আজ ধ্বংসের পথে। মোক্তার পপুলার ইন্সুইরেন্স এর টাকা হাতিয়ে নিয়ে অনেক পরিবার সর্বশান্ত করেছে। মুলতঃ তার ছোট ভাই নয়ন মোল্লা গাজী পরিবারের সাথে সখ্যতার কারনে তার শেল্টারে মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মোক্তার সকল অপরাধে বেপরোয়া হয়ে উঠে। শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোক্তার এর আটকের খবর শুনে কাঞ্চন পৌরসভায় মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস করেন। ঘটনার সম্পর্কে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, তার বিরুদ্ধে অনলাইনে হুমকিসহ কু-রুচি পোষ্ট ও বহু অভিযোগ পেয়ে আটক করা হয়। তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহন করে প্রেরন করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা