
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ের কৃষ্ণপুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর হামলায় আরিফ নামের এক যুবক গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এঘটনায় আহত আরিফের স্ত্রী মিতু সোনারগা থানায় আলিফগংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত আসামীগণ অপরাধ কর্মকান্ডে জড়িত। তাহারা সোনারগাঁ থানাধীন বাড়ী শ্রীরামপুর সাকিনস্থ আমার পিত্রালয়ে একটি মাচা তৈরি করিয়া প্রায় সময় আড্ডা দেয়। আসামীদের তৈরি করা মাচা গত সোমবার আমার বাবা মোঃ মিন্টু মিয়া ভাঙ্গিয়া ফেলার পর হইতে আসামীরা আমার স্বামী মোঃ আরিফ (২২) কে খুন জখমের হুমকি দিয়া আসতেছিল। উক্ত বিরোধের জেরে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সময় কৃষ্ণপুরা গ্রামের মোতালেবের ছেলে আলিফ, মনোয়ার হোসেন ওরফে মনার ছেলে জিহাদ, মনিরের ছেলে তানভীর, তোফাজ্জলের ছেলে মাহবুব, মাহিনসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখিত আসামি আসামী দা, চাপাতি, ছুরি, রড, এসএস পাইপ, লাঠি সোটা ইত্যাদি দেশীয়, অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে সোনারগাঁও থানাধীন বাড়ী শ্রীরামপুর সাকিনস্থ আমারদের বসত বাড়ীর সামনে চকে আমার স্বামী মোঃ আরিফ এর কে পথরোধ করিয়া আসামীরা তাহাকে এলোভাতারিভাবে কিল, ঘুষি মারিয়া, রড ও এস এস পাইপ ও লাঠি দিয়া পিটাইয়া তাহার শরীরের বিভিন্ন স্হানে নীলা-ফুলা জখম করে। একপর্যায়ে আসামী মোঃ আলিফ আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য তাহার হাতে থাকা চাপাতি দিয়া কোপ মারিয়া মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আসামী মোঃ জিহাদ তাহার হাতে থাকা দা দিয়া কোপ মারিয়া আমার স্বামীর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কাটিয়া কাটা রক্তাক্ত জখম করে। আসামী মোঃ তানভীর তাহার হাতে থাকা লোহার রড দিয়া বারী মারিয়া আমার স্বামীর বাম হাতের বৃদ্ধঙ্গুল ভাঙ্গিয়া গুরুতর জখম করে এবং আসামী মোঃ মাহাবুব এস এস পাইপ দিয়া পিটাইয়া আমার স্বামীর পিঠে রক্তাক্ত জখম করে। আমার স্বামী মোঃ আরিফ গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটাইয়া পরিয়া গেলে, আসামী মোঃ মাহিন আমার স্বামীর প্যান্টের ডান পকেট হইতে নগদ ৩৫ হাজার টাকা নিয়া যায়। আমার স্বামীর ডাক- চিৎকারে আশেপাশের লোক জন আগাইয়া আসিতে থাকিলে উক্ত বিষয়ে আইনের আশ্রয় নিলে, আসামীরা আমার স্বামীকে সুযোগ মত পাইলে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। সংবাদ পাইয়া আমি সহ আমার আত্মীয় স্বজন দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করিয়া তাহাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে, তাহার অবস্থা গুরুতর হওয়ায় তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে আমার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করা হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯