
ডান্ডিবার্তা রিপোর্ট
বিকেএমইএ’র নির্বাচনে মোট ৩৫ টি পদের বিপরীতে ৪২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের পাশে বিকেএমইএ’র ভবনে এ মনোনয়ন জমা দেওয়া হয়। এসময় বিকেএমইএর সভাপতি হাতেম বলেন, ‘আমরা একটি প্যানেল নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছি। এখন সময় আছে আরও মনোনয়ন পত্র জমা পরতে পারে। আমরা আশা করছি এটি সদস্যদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ন নিবাচন করতে পারবো।’ বিকেএমই এর নির্বাচন পরিষদের সদস্য শাহজাহান সিদ্দিকি বলেন, আমরা সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য প্রযুক্তি ব্যবহার করার চিন্তা করছি। ২টি কেন্দ্রের ফলাফল ২ জায়গায় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। যাতে করে আমাদের নির্বাচন স্বচ্ছ থাকে। এখন পর্যন্ত আমরা কোন চাপ অনুভব করিনি। বিকেএমই এর নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেওয়ার জন্য আশা করছি। পরিবর্তিত এই সময়ে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের মোট ৩৫টি পদের এ পর্যন্ত প্রায় ৪২টি মনোনয়ন পত্র জমা হয়েছে। আমরা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবো। আমাদের মোট ২টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্র নারায়ণগঞ্জে এবং একটি ঢাকায়। যে কোনো সদস্য এই ভোটকেন্দ্রের যে কোনো একটায় ভোট দিতে পারবে। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। আমরা এখন পর্যন্ত কোনো কিছুর প্রতি চাপ অনুভব করছি না, নির্বাচনটা সুষ্ঠু হবে। রাজনৈতিক চাপ আসলেই যে মেনুপুলেট হবে এটা নয়।’ এদিকে মোহাম্মদ হাতেমের প্যানেলে রয়েছেন নারায়ণগঞ্জ অঞ্চল থেকে, মোহাম্মদ হাতেম (এমবি নীট ফ্যাশন লিঃ), মনসুর আহমেদ (মাদার কালার লিঃ), ফজলে শামীম এহসান (ফতুল্লা এ্যাপারেলস লিঃ), মোঃ সামসুজ্জামান (লিবার্টি নীটওয়্যার লিঃ মাইক্রো ফাইবার গ্রæপ), অমল পোদ্দার (মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিঃ পানাম গ্রæপ), মোঃ মোরশেদ সারোয়ার (আরএস কম্পোজিট), মোহাম্মদ রাশেদ (প্যাসিফিক সোয়েটার লিঃ), আশিকুর রহমান (রহমান স্পোর্টস ওয়্যার লিঃ), এএসএম কামরুল আহসান (আহসান নিটিং লিঃ), মোঃ জামাল উদ্দিন মিয়া (জাহিন নিটওয়্যার লিঃ), মোস্তফা মনোয়ার ভূঁইয়া (ভূইয়া ফেব্রিক্স লিঃ), খন্দকার সাইফুল ইসলাম (আমানা নিটেক্স লিঃ), রতন কুমার সাহা (পি. এম নিটেক্স (প্রাঃ) লিঃ), নন্দ দুলার সাহা (ওয়েবটেক্স এ্যাপারেলস লিঃ), মোঃ আব্দুল হানড়বান (মেসার্স নীট সিন্ডিকেট), ইঞ্জি. ইমরান কাদের তুর্য (সাউদার্ন নীটওয়্যার লিঃ), ফকির কামরুজ্জামান নাহিদ (ফকির ফ্যাশন লিঃ), মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ (আল-আমিন এক্সপোর্ট লিঃ), মিনহাজুল হক (ফতুল্লা ডায়িং এন্ড ক্যালেন্ডারিং মিল্স লিঃ), ইঞ্জি. বেলায়েত হোসেন রিপন (শ্রাবণী নীটওয়ার লিঃ), মোহাম্মদ নজরুল ইসলাম (জেডএস ষ্টাইল বিডি লিঃ), আহসান খান চৌধুরী (চরকা টেক্সটাইল লিঃ প্রান আরএফএল গ্রæপ), মোঃ শাহরিয়ার সাইদ (ভি-টেক ফ্যাশন (প্রাঃ) লিঃ), মোহাম্মদ আব্দুল মোমেন (ফ্যাশন নীট গার্মেন্টস লিঃ (প্রাইড গ্রæপ), রাজীব চৌধুরী (ইয়ং ৪ এভার টেক্সটাইলস লিঃ), মোঃ মহসিন রাব্বানি (এ্যাবলুম ডিজাইন লিঃ), সালাহ উদ্দিন আহমেদ (আইএফএস ট্যাক্সওয়ার (প্রাঃ) লিঃ), মোঃ মনিরুজ্জামান (বাঁধন ফ্যাশন লিঃ), এম. ইসফাক আহসান (আহসান কম্পোজিট লিঃ), এম. নাসিরুদ্দীন (ভিভজিওর নীট কম্পোজিট লিঃ),মোঃ মামুনুর রশিদ (এন.টি. এ্যাপারেলস ইউনিট-২ লিঃ).রাকিব সোবহান মিয়া (ইন্সপায়ার সোর্সিং) চট্রগ্রাম অঞ্চল থেকে, গাওহার সিরাজ জামিল (ফোর এইচ ফ্যাশনস লিঃ (ফোর এইচ গ্রæপ), আহমেদ নূর ফয়সাল (ভিজুয়্যাল নীটওয়্যার লিঃ), মোহাম্মদ শামসুল আজম (রিনোন এ্যাপারেলস লিঃ),ফওজুল ইমরান খান (বেঞ্জমার্ক এ্যাপারেলস লিঃ), মোহাম্মদ সেলিম (ফারজানা ফ্যাশনস ওয়ার্ল্ড লিঃ),আব্দুল বারেক (মুনতাহা এ্যাপারেলস লিঃ), মোঃ ইয়াসিন (মোঃ সনেট ফ্যাশনস লিঃ) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন ১৬ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রার্থীরা ১৯ এপ্রিল বিকাল ৩টার মধ্যে প্রত্যাহার করতে পারবেন। একই দিন বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা ২০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তাদের ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। ১০ মে ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ১৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই টানা সপ্তমবারের মতো বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় সেলিম ওসমান নেতৃত্বাধীন প্যানেলের ৩৫ জন পরিচালক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সেলিম ওসমান। এরপর ২৫ আগষ্ট এক জরুরি বোর্ড সভার মাধ্যমে বিকেএমইএর সভাপতির দায়িত্ব পায় এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯