আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:৪৪

না’গঞ্জ শহরে ইন্ডাষ্ট্রয়াল জোন তৈরির আহŸান দিপু ভ’ইয়ার

ডান্ডিবার্তা | ১১ এপ্রিল, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
যানজট কমাতে ট্রেন ব্যবস্থাপনা ও বর্ষায় ডিএনডির জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে চেম্বার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোনের পাশাপাশি নারায়ণগঞ্জে অন্যান্য জায়গাতেও বৈদেশিক ইনভেষ্টমেন্টের মাধ্যমে ইন্ডাষ্ট্রিয়াল জোন তৈরির আহŸান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী পরিষদের ২য় সভায় অংশ নিয়ে এ আহবান জানান দিপু ভূঁইয়া। এসময় তিনি বলেন, বাংলাদেশ ইনভেষ্টম্যান্ট সামিটের আওতায় বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলােকে বিডার (বাংলাদেশ বিনিয়ােগ উন্নয়ন বোর্ড) প্রচেষ্টায় বৈদিশক ইনভেষ্টম্যান্টের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলােকে অধিক উন্নয়ণের চেষ্টা চলছে। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযােগ্য আমাদের নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনামিক জোন। তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে বিডা (বাংলাদেশ বিনিয়ােগ উন্নয়ন বোের্ড) এবং বাংলাদেশ জাপান জয়েন্ট বেঞ্চার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির সাথে আলােচনার মাধ্যমে চেষ্টা করবো আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোন, পাশাপাশি নারায়ণগঞ্জে অন্যান্য জায়গাতেও যেন বৈদেশিক ইনভেষ্টমেন্টের মাধ্যমে ইন্ডাষ্ট্রিয়াল জোন তৈরি করা যায়। তিনি বলেন, আমরা জানি বাংলাদেশ ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টে অনুপ্রেরনার জন্য নামে মাত্র মুনাফা হারে ইনভেষ্টার লােন প্রসেস করে থাকে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করে এ ধরনের সুবিধা কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলাের স্বার্থে শহরের যানজট নিরসনের স্থায়ী সমাধানে রেল লাইন ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ লঞ্চঘাটের পাশে অবস্থিত নারায়ণগঞ্জ রেল ষ্টেশনের পরিবর্তে চাষাঢ়া রেল ষ্টেশন সর্বশেষ স্টেশন হিসেবে উপযুক্ত করনে জেলা প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জ চেম্বার ব্যবসায়িক সংগঠন হিসেবে ব্যবসায়ীদের নিয়ে কাজ করার পাশাপাশি কিছু সামাজিক দায়িত্বও পালন করে থাকে। সে প্রেক্ষিতে সামনে বৃষ্টি ও বর্ষার সময় চলে আসছে। আমরা দেখেছি ডিএনডি প্রজেক্টের কাজ এখনাে পুরাপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি, আমরা চেম্বারের পক্ষ থেকে স্ব স্ব দপ্তরের সাথে আলােচনার মাধ্যমেঅসম্পন্ন কাজগুলোেকে সম্পন্ন করার চেষ্টা করবো এতে নারায়ণগঞ্জ ব্যবসায়ী মহলসহ নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা