আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:৩১

ফতুল্লায় বিএনপির ২ গ্রæপে উত্তেজনা

ডান্ডিবার্তা | ১১ এপ্রিল, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। আগামীকাল শনিবার ফতুল্লা থানা বিএনপির দুটি গ্রæপের উদ্যোগে বড় জনসভায় আয়োজন করা হচ্ছে। দুটি সমাবেশের একটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং আরেকটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মামুন মাহমুদ। অর্থাৎ বিএনপির দুটি গ্রæপের সমাবেশ নিয়ে চলছে প্রতিযোগিতা। দুটি সমাবেশেরই সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন নেতৃবৃন্দ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার প্রচারণা। এর আগে দীর্ঘদিন ধরেই ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ দুটি বলয়ে বিভক্ত। একটি বলয় গিয়াসের অনুসারীরা। গিয়াসের বিরুদ্ধে থাকা আরেকটি বলয় বর্তমানে মামুন মাহমুদের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। এর ফলে এই দুটি জনসভায় মূলত গিয়াসের সঙ্গে মামুন মাহমুদের পরোক্ষ লড়াই হবে তা বলাই যায়। তবে এর মধ্য দিয়ে ফতুল্লা থানা বিএনপির মধ্যে থাকা দ্বন্ধ আবারও প্রকাশ্যে আসছে। যা দলের জন্য সুখকর নয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের হাইকমান্ড থেকে বারবার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলা হলেও জেলা, থানা পর্যায়ে নেতাকর্মীরা তা মানছেন না। এর ফলে অনেক অনুপ্রবেশকারী দলের প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এদিকে, এদিনের দুটি সমাবেশ নিয়ে বর্তমানে ফতুল্লা ছাড়িয়ে নারায়ণগঞ্জের রাজনীতি বেশ উত্তপ্ত। কারণ এদিনের সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেওয়া হবে। গত ৭ এপ্রিল ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী ১২ এপ্রিল বিকেল ৩টায় ফতুল্লার ভুঁইঘর কড়ইতলা মাঠে ফতুল্লা থানা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা-সিদ্ধিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। জনসমাবেশের সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ মোল্লা। এতে আরও উপস্থিত থাকবেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ ফতুল্লা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আর ফতুল্লা থানা বিএনপির আরেকটি অংশের উদ্যোগে একইদিন বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থাকবেন। এই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা এদিনের জনসভার জন্য কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ আমন্ত্রণ জানালেও তারা আপাতত ব্যস্ততার কারণে জনসভায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে মামুন মাহমুদ, দিপু ভুঁইয়া, মাসুকুল রাজিব নিশ্চিত করেছেন। আশা করি, এদিনের জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা