
ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতীকালীন সরকারের সময় যতোই পার হচ্ছে ততোই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আওয়ামীলীগ বিহীন বর্তমান প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে এখনো প্রার্থী ঘোষণা না করা হলেও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে জমে উঠছে নির্বাচনী লড়াই। বিএনপিতে নিজ দলের প্রার্থীরাই একে অপরের প্রতিদ্ব›দ্বী হয়ে উঠছেন। নির্বাচনকে ঘিরে বর্তমানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের অন্তর্ভুক্ত অঞ্চল সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন এই আসনেরই সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। ঈদের পরও বসে নেই তিনি। এবার তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগের অংশ হিসেবে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। করছেন সবার সঙ্গে কুশল বিনিময়। এইসব শুভেচ্ছা মতবিনিময় সভায় গিয়াসকে আগামী নির্বাচনে এমপি করার বিষয় জোরালোভাবে উপস্থাপন হচ্ছে। আর রাজপথে না থেকেও এক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিএনপি নেতা শাহ আলম। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নমিনেশন পাওয়ার আশা ব্যক্ত করেন। আহমেদ। পাশাপাশি জেলা বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তিরা তার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে এমন মন্তব্য করে কেন্দ্রে তার শক্তিশালী অবস্থানের জানান দিয়েছেন। গত ৩ এপ্রিল ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকে নিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে এক বৈঠকে বসে আত্মবিশ্বাসের সঙ্গে মো. শাহ আলম বলেন, আল্লাহর রহমতে আপনেরা চিন্তা করবেন না। আমি শাহ আলম নিবার্চন করলে নমিনেশন পাওয়ার ক্ষমতা রাখি। ইনশাল্লাহ আমি নির্বাচন করব। কারন আমি দেখতাছি শুনছি কি হচ্ছে। এইযে ১৭ বছরে আপনারা আমাকে দেখেছেন, আমিও আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে চিনেন। আমি আপনাদের ছেড়ে যাই নি। গত আওয়ামী লীগের আমলে ২৪টা মামলা খেয়েছি। এই ২৪টা মামলার সবগুলার ধারা অনেক খারাপ। আমার চেয়েও অনেকে আরও বেশি মামলা খেয়েছে যে মামলা খেয়েছে সে বুঝে আমি বলব আল্লাহ তাআলার রহমত হয়েছে বিদায় ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। আল্লাহ মানুষকে সংশোধন হওয়ার সুযোগ দেন। যখন মানুষের অত্যাচার জুলুম বেড়ে যায় সংশোধন না হয় আল্লাহর তরফ থেকে সুনামির মত ধ্বংস এসে যায়। শেখ হাসিনা নিজেও কল্পনা করে নাই হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবেন। তিনি বলেন, আমি যখন জেলার রাজনীতি করেছি জেলা কমিটিতে ফতুল্লার ৩৬ জনকে নিয়েছি। মানুষ বলেছে এটা জেলার কমিটি না ফতুল্লার কমিটি। আমি ১০০ জনের কমিটি বানিয়েছি দেড়শ জনের কমিটি বানিয়েছি ২০০ জনের কমিটি বানিয়েছে সবাইকে প্রোভাইড করার জন্য। এর আগে জেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় মুহাম্মদ গিয়াস উদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক কর্মসূচি সফলভাবে পালন করে। গিয়াসের নেতৃত্বে জেলা বিএনপি আসার পর থেকেই দলটির রূপ বদলাতে শুরু করে। কারণ জেলা বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে গিয়াস উদ্দিন আহবায়ক হওয়ার পর থেকেই দীর্ঘদিন অচল হয়ে থাকা কমিটিকে সচল করেন। তৃণমূলের মতে, গিয়াসের নেতৃত্বে একের পর এক এমন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের মনোভাব আরো চাঙ্গা হয়। তাই নির্বাচনের মাঠে গিয়াসের বিকল্প দেখছেন না তারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯