আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ১০:৪৩

নয়া কৌশলে বিএনপির রাজনীতি

ডান্ডিবার্তা | ১২ এপ্রিল, ২০২৫ | ৯:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। বিএনপি নতুন করে হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে যাচ্ছে। তার ধারাবাহিকতা হিসাবে আজ শনিবার বিকালে ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ দেড় দশক ধরে এই মাঠে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। সর্বশেষ ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। সেটিই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির সর্বশেষ সমাবেশ। বিএনপি নেতারা এখন একটু সর্তক ভাবে রাজনীতি করছেন। তারা সাধারণ মানুষের স্পন্দন বুঝার চেষ্টা করছেন। আর জনগণ যেভাবে চায় সেভাবে এগোতে শুরু করেছেন। কারণ বিএনপিকে আগামী নির্বাচনে জয় ছিনিয়ে আনতে হবে। সম্প্রতি কতিপয় নেতাদের কারণ বিএনপির যতটুকু বদনাম হয়েছে তা গুছিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। যাতে জনগণের মাঝে বিএনপির প্রতি সাধরন মানুষের আস্থা ফিরে আসে। আর সেই লক্ষ্যে বিএনপির জেলার নেতারা কেন্দ্রীয় নেতাদের এনে সভা সমাবেশ করে মানুষ জড়ো করে বুঝাতে চাচ্ছেন জনগণ আমাদের পাশে আছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এক সমাবেশ বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা কাজ করছে। তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়েছে এবং জনগণ মনে করে, শেখ হাসিনার পতন মানেই বিএনপির বিজয়।” গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে, রাষ্ট্রের সম্পদ চুরি বন্ধ করবে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে বসে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচী জাতির সামনে পেশ করেছেন।” তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করেছেন এবং মানুষের ভোটের অধিকার সম্পূর্ণরূপে নষ্ট করেছেন। আমাদের প্রথম দাবি, গণতন্ত্র উদ্ধার করা। জনগণ তাদের পছন্দমত নেতা নির্বাচিত করতে চান, সেজন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক সমাবেশ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য। তাঁর নির্দেশে আজ আমরা আপনাদের পাশে এসেছি। আমরা তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। বিগত দিনে উন্নয়নের নাম দিয়ে টাকা এনে জনগণের উন্নয়নে কাজ করেনি, তারা উন্নয়নের নামে টাকা এনে বিদেশে পাচার করেছে।” “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে। কারণ ৮ মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। উন্নয়ন কর্মকাÐ করতে হলে নির্বাচনের প্রয়োজন। প্রতিটি জায়গায় নির্বাচন হতে হবে। আজকে চেয়ারম্যান, মেম্বার নাই। কার কাছে গিয়ে সমস্যার কথা বলবো? এ জন্যই নির্বাচন দরকার। জনগণকে নিয়ে বিএনপি কাজ করছে, অন্যদলগুলো নিজেদের স্বার্থে কাজ করছে। বিএনপি জনগণের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে। প্রয়োজনে আমরা আবারও জীবন দিবো।” আর নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সভা সমাবেশের মাধ্যমে কর্মীদের আগলে রাখার কৌশল হাতে নিয়েছে বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা