
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিষ্কৃত এবং পদত্যাগকারী নেতারা বিএনপির কেউ নন। আগে এমনটাই বলতেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সাখাওয়াত টিপুর পাশাপাশি তাদের অনুসারী ও অজ্ঞাবহ নেতাকর্মীদেরও এই কথা বলতে শোনা গেছে। তবে সময়ের সাথে সাথে বহিষ্কৃত আর পদত্যাগকারীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি মনে হয় বদলাতে শুরু করেছে। কারণ এতোদিনে যেই বহিষ্কৃত ও পদত্যাগকারী নেতাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল। এখন তাদের সাথেই সখ্যতা বাড়ছে তাদের এবং এই পুরো বিষয়টি দৃশ্যমান। জানা গেছে, গত রমজান মাসে চাষাঢ়ায় মহানগর বিএনপির বহিষ্কৃত নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন সাখাওয়াত হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তাদের ঠিক পাশেই ছিলেন শওকত হাশেম শকু। এরপর কয়েকদিন আগে বন্দরের লাঙ্গলবন্দ স্নান উৎসবের মঞ্চে সাখাওয়াত হোসেনের ঠিক পাশের চেয়ারে বসা বসা অবস্থায় দেখা যায় মহানগর বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করা সাবেক সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাকে। তবে সেখানে আবু আল ইউসুফ খান টিপু ছিলেন না। জানা যায়, ২০২২ সালে কেন্দ্র থেকে সাখাওয়াত হোসেনকে আহবায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তখন সেই কমিটির বিরোধীতা করে আবুল কাউসার আশাসহ ১৫ জন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সেই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে জানান তৎকালীন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। মূলত ওই ঘটনার পর থেকে সাখাওয়াত-টিপু ও আশা-মুকুল-সেন্টুসহ মহানগর বিএনপির একঝাঁক নেতা একে অপরের বিরোধীতা করে আসছিলেন। এরমাঝে গত ৫ আগস্টের পর বন্দরের নবীগঞ্জ এলাকায় টিপুর উপর অতর্কিত হামলা হলে সেই ঘটনায় টিপু আবুল কাউসার আশা ও আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও দায়ের করেন। তবে স¤প্রতি সাখাওয়াত হোসেন হোসেন ও আবুল কাউসার আশাকে একমঞ্চে দেখে অনেকেই বিষয়টিকে ইতিবাচক ভাবেই নিয়েছেন। তবে সাখাওয়াত ও আশার পাশাপাশি চেয়ারে বসার বিষয়টি টিপু ভালো ভাবে নেয়নি বলে একটি সূত্রে জানা গেছে। এদিকে আওয়ামীলীগ আমলে অনুষ্ঠিত হওয়া সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকুসহ আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। তখন সাখাওয়াত হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াতেন বহিষ্কৃতরা দলের কেউনা। তাদের সাথে কেউ সাংগঠনিক কাজে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এখন সাখাওয়াত হোসেন এবং আবু আল ইউসুফ খান টিপুকেই বহিষ্কৃত নেতা শকুর পাশে দেখা যাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বলছে, মানুষ মানুষের সম্পর্ক ভাঙবে গড়বে এটাই স্বাভাবিক। সাখাওয়াত টিপুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বহিষ্কৃত ও পদত্যাগকারীদের পাশে বসার বিষয়টি সবার জন্যই ভালো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯