আজ শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৫ জিলকদ ১৪৪৬ | সকাল ৬:৪২

না’গঞ্জে কমিটির অপেক্ষায় ছাত্রদল

ডান্ডিবার্তা | ১২ এপ্রিল, ২০২৫ | ৯:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চলতি বছরের শেষ সময়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিদের্শ দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস। এতে করে রাজনৈতিকগুলো মধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। গত ছয় মাস আগে নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ মহানগর শাখা বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে করে নতুন নেতৃত্বে নিয়ে আলোচনা ছিলো তীব্র। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি বিলুপ্ত ও নবঘোষিত কমিটি নিয়ে সময়ক্ষেপন সৃষ্টিতে রূপ নেয়। এদিকে ধর্ষণ নিয়ে যখন পুরো দেশ আলোচিত সমালোচিত তখন নারায়ণগঞ্জে সমালোচনায় পড়ে ছাত্রদল। ধর্ষকদের বিচারের দাবিতে যখন মহানগর ছাত্রদলের মর্শাল মিছিল শেষে এক কর্মী হত্যা ঘটনায় ফের আলোচনা কেন্দ্র বিন্দু হয় সংগঠনটি। নিহতের বাড়ীতে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে অপূর্ব বাবা-মায়ের সাথে কথা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ওই সময় খবর ছুটে আসেন অপূর্ব ছাত্রদলের কর্মী নয় তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদের কর্মী ছিলেন। এমন ছবি প্রকাশিত হওয়ার পর ছাত্রদলের তোড়পাড় শুরু হয়। এর ফলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল তথ্য দেয়া নিয়ে সমালোচনা শিকার হন সাবেক নেতারা। কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছে অন্তবর্তী সরকার। এর ফলে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জে ছাত্রদলের কমিটিতে নতুন মুখ নিয়ে ঘোষণা আসছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সমর্থন নিয়ে কমিটিগুলো করা হচ্ছে বিধায় সময় লাগছে ঘোষনায়। ছয় মাস যাবৎ বিলুপ্ত কমিটিতে রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল। একাধিক গ্রæপিংয়ে কেন্দ্র ও স্থানীয় নেতাদের দারস্থ হয়েও কমিটি আসছে না ছাত্রদলের। গত বছর ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ মহানগর শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পাশাপাশি অধীনস্থ সব উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সব ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। বিলুপ্ত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি হওয়ার গুঞ্জনে রয়েছে সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার। তিনি মহানগর বিএনপি কমিটির কর্ণধারের প্রার্থী হিসেবে পরিচিত রয়েছেন। সাধারণ সম্পাদক হওয়ার গুঞ্জন রয়েছেন সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব। তিনি আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে রাজপথে নিজ বলয়ে নেতৃত্বে চষে বেড়াচ্ছেন। এর আগেও অয়ন ওসমান বাহিনীর কাছে কয়েকদফা নির্যাতিত নিপীড়ন হয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার গুঞ্জন রয়েছেন সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। সাধারণ সম্পাদক পদে গুঞ্জন উঠেছে সদ্য সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা