আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | রাত ৪:১৬

দ্রæত নির্বাচন দাবি বিএনপি-জামায়াতের

ডান্ডিবার্তা | ২৭ এপ্রিল, ২০২৫ | ৯:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দিনি দিন নির্বাচনের দাবি জোড়ালো হচ্ছে। বিএনপি ও জামায়াতে ইসলামী ডিসেম্বরে নির্বাচন দেয়ার জন্য অন্তর্বতি সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহবায়ক অধ্যপক মামুন মাহমুদ হুশিয়ারি করে বলেছেন, দ্রæত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপন করবেন না। তাহলে আমাদের মাঠে নামতে হবে। তাই বলছি আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। মহনগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নির্বাচন যত দেলী হতে ততই অন্তবর্তি সরকার প্রশ্নবিদ্ধ হবে। আপনারা যতটুক সংস্কার করার করেছেন। আর সংস্কারের নামে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত রাখবেন না। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তাই আর কাল ক্ষেপন নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা অন্তর্বতি সরকারের সুনাম রক্ষা করবেন। নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রæত নির্বাচন দাবি করা হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন নয়, দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রিজভী বলেন, জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্ব›েদ্বর অবসান চায়। নির্বাচন বিলম্বিত করে সরকার জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে। এছাড়া এক ব্যক্তি সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করতে ১০ সদস্যের প্রতিনিধিদল এখানে এসেছি। আমরা দীর্ঘ সময় আলোচনার পরও আমাদের আলোচনা অসমাপ্ত রয়েছে। বিষয়গুলো খুব পটেনশিয়ালি বের হয়ে আসা উচিত, এজন্য আমরা তাড়াহুড়ো করছি না। অপরদিকে আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন হবে মন্তব্য করে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহŸায়ক আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা ও প্রত্যাশাকে মাথায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। তরুণরা কী চান, সেটা বুঝে তাদের মন জয় করতে হবে। আমিনুল হক বলেন, ‘আগামী নির্বাচন হবে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও কঠিন। সেই নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তাদের চাহিদা ও চিন্তাভাবনাকে সম্মান জানিয়ে আমাদের রাজনীতি সাজাতে হবে। তরুণরা কী চান, সেটা বুঝে তাদের মন জয় করতে হবে।’ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। সাইফুল হক বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনও প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে বলে মনে করি। আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। এখন মূলত প্রশাসনের প্রস্তুতি দরকার।’ তিনি আরও বলেন, ‘সরকার যদি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে দুই-তিন মাসের মধ্যে প্রশাসনকে পুনর্গঠন করা সম্ভব। সে ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় নেওয়ার সুযোগ নেই।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা