
ডান্ডিবার্তা রিপোর্ট
দিনি দিন নির্বাচনের দাবি জোড়ালো হচ্ছে। বিএনপি ও জামায়াতে ইসলামী ডিসেম্বরে নির্বাচন দেয়ার জন্য অন্তর্বতি সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহবায়ক অধ্যপক মামুন মাহমুদ হুশিয়ারি করে বলেছেন, দ্রæত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপন করবেন না। তাহলে আমাদের মাঠে নামতে হবে। তাই বলছি আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। মহনগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নির্বাচন যত দেলী হতে ততই অন্তবর্তি সরকার প্রশ্নবিদ্ধ হবে। আপনারা যতটুক সংস্কার করার করেছেন। আর সংস্কারের নামে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত রাখবেন না। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তাই আর কাল ক্ষেপন নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা অন্তর্বতি সরকারের সুনাম রক্ষা করবেন। নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রæত নির্বাচন দাবি করা হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন নয়, দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রিজভী বলেন, জনগণ নির্বাচন নিয়ে দ্বিধা-দ্ব›েদ্বর অবসান চায়। নির্বাচন বিলম্বিত করে সরকার জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে। এছাড়া এক ব্যক্তি সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করতে ১০ সদস্যের প্রতিনিধিদল এখানে এসেছি। আমরা দীর্ঘ সময় আলোচনার পরও আমাদের আলোচনা অসমাপ্ত রয়েছে। বিষয়গুলো খুব পটেনশিয়ালি বের হয়ে আসা উচিত, এজন্য আমরা তাড়াহুড়ো করছি না। অপরদিকে আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন হবে মন্তব্য করে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহŸায়ক আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা ও প্রত্যাশাকে মাথায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। তরুণরা কী চান, সেটা বুঝে তাদের মন জয় করতে হবে। আমিনুল হক বলেন, ‘আগামী নির্বাচন হবে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও কঠিন। সেই নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তাদের চাহিদা ও চিন্তাভাবনাকে সম্মান জানিয়ে আমাদের রাজনীতি সাজাতে হবে। তরুণরা কী চান, সেটা বুঝে তাদের মন জয় করতে হবে।’ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। সাইফুল হক বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনও প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবে বলে মনে করি। আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। এখন মূলত প্রশাসনের প্রস্তুতি দরকার।’ তিনি আরও বলেন, ‘সরকার যদি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে দুই-তিন মাসের মধ্যে প্রশাসনকে পুনর্গঠন করা সম্ভব। সে ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময় নেওয়ার সুযোগ নেই।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯