আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ জিলকদ ১৪৪৬ | ভোর ৫:১৯

নির্বাচন নিয়ে বিএনপিতে হতাশা

ডান্ডিবার্তা | ২৯ এপ্রিল, ২০২৫ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নির্বাচন কালক্ষেপন করায় বিএনপিতে তোলপাড় শুরু হয়েছে। বিএনপি-জামায়তসহ বহু দল দ্রæত নির্বাচন দাবি জানালেও অন্তর্বতি সরকার নির্বাচনের বিষয়ে গুরুত্ব না দেয়ায় এবং অন্তর্বতি সরকারের প্রধান উপদেষ্টার আল জাজিরাকে দেয়া স্বাক্ষাতকারে নির্বাচন কালক্ষেপনের বিষয়টি উঠে আসায় কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও তোলপাড়। নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াত এক সুরে কথা বলেছেন। তাদের প্রতিক্রীয়া ব্যক্ত করে বলেন, অন্তর্বতি বলেন আর ত্বত্তাবধায়ক বলেন এ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। এ সরকারের মেয়াদ ৯০ দিনের হলেও তারা সেই ১/১১ এর সময় হওয়া সরকারের মত দীর্ঘ দিন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। যা দেশের জনগণ মানছে না। সাধারণ মানুষ নির্বাচন চায়। যাতে মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারে। এদিকে জাতীয় নির্বাচন এবং অন্তর্বতীকালীন সরকার নিয়ে বাংলাদেশের জনগণের চাওয়া বিষয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের পরিস্থিতি দেখে জনগণ অন্তর্বতী সরকারকে এখনো ‘ভালো সমাধান’ মনে করছে। তারা অন্তর্বতী সরকারের বিদায় চাচ্ছে না এবং নির্বাচন নিয়ে তাড়া দিচ্ছে না- ড. মুহাম্মদ ইউনূসের এ বক্তব্যের সমালোচনা করে পাল্টা প্রশ্ন রেখে আমীর খসরু বলেন, ‘জনগণ ভোট চাইছে না, তা আপনি কীভাবে বুঝলেন?’ প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে।’ এর আগে কাতারভিত্তিক স¤প্রচারমাধ্যম আল-জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আল-জাজিরা’য় বাংলাদেশ পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গত রোববার ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট অ্যা নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এ সাক্ষাৎকারটি আল-জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বতী সরকার তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বতী সরকারকে বিদায় দাও। তারা এখনই ভোট চাইছে না। কেউ তা বলছে না। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হইনি যেখানে জনগণ বলছে, যত দ্রæত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হোক।’ তার এ বক্তব্য প্রকাশের একদিন পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র দিতে পারবে না। ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রæতি ও বক্তব্য দিয়েছেন, তার কোনো ব্যত্যয় হবে না।’‘প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকেই পুনরায় ঘোষণা দিয়েছেন। জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে।’ আমীর খসরু আরও বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করতে রক্ত দিয়েছে। এই ত্যাগ কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয়, কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।’ এর আগে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে পৃথক বৈঠক করে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও পিপলস পার্টি অংশ নিয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা