
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জসহ সারা দেশের আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। নয়তো তারা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। তারা দিল্লিতে বসে দেশকে অস্থির করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর দেতশে অবস্থান করা আওয়ামী দোসররা ওৎ পেতে আছে সুযোগ পেলেই দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এ সুযোগ দেয়া যাবে না। নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা বলেন, দেশের শান্তি বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর নির্বাচন যত দেরী হতে ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সময় পাবে দেশে অরাজকতা সৃষ্টি করার। আর এ জন্য দেশের ভাগ্য নির্ধারনের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ‘মহামানবকে’ বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি, ত্যাগ শিকার করেনি। আর কোনো ‘মহামানব’ কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবেন, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না’। এ বিষয়ে আপনাদের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু আরও বলেন, ‘জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ-সুবিধাভোগী… এটা তো কারও বুঝতে কষ্ট হওয়ার তো কোনো কারণ নেই। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য। ’তিনি বলেন, ‘যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক। ’নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সঙ্গে রাস্তায় ছিল ইতোমধ্যে প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে বলেছে, ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। সঙ্গে সঙ্গে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের বিষয়ে যেখানে ঐকমত্য হয়, সেই সংস্কার ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার জন্য। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে জামায়াত আমির বলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা। ডা. শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতেন। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন। জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটার সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে। অন্তর্বতী সরকারকে স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিতে চাই, আগস্ট মাসের ৫ তারিখে জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদ পরিবার এবং বাংলার জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে। আপনি হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা হয়েছেন। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। শহীদ পরিবার, জুলাই যোদ্ধা আর দেশের মানুষের রায় আপনাকে মানতে হবে। আর তাই দ্রæততম সময়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা পরিষ্কার দিল্লি এবং আওয়ামী দোসরদের দৌরাত্ম্য আর বাংলার মাটিতে চলবে না। রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দানকারী মাহমুদুর রহমান এবং আমাদের নেতা শফিউল আলম প্রধান এক সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে, দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না। সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামীলী, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে ঝটিকা মিছিল করা হয়েছে। আওয়ামী দোসররা জানান দিতে চেয়েছে তারা আছে। বিএনপি নেতা মনে করেন, আর বাংলাদেশে স্বৈরাচারের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। তারা দেশটাকে খোকলা করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা সোচ্চার যদি আওয়ামী দোসররা আবারও মাথাচারা দিতে চায় তবে তাদের কঠোর ভাবে দমন করা হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯