
ডান্ডিবার্তা রিপোর্ট
দিন দিন ঘোলাটে হচ্ছে রাজনৈতিক পরিবেশ। দ্রæত নির্বাচনের দাবিতে সোচ্চার রাজনৈতিক দলগুলি। নির্বাচন কালক্ষেপনের কারণে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জের বিএনপির নেতাদের দাবি অন্তর্বতি সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। একবার বলে ডিসেম্বরে আবার বলে জুলাইয়ে নির্বাচন দিবে। যারা সরকারে থাকবে তাদের কথা হতে হবে এক কথা। তাদের কথায় অমিল থাকলে দেশের জনগণের মাঝে সরকার আস্থা হারিয়ে ফেলে। আমরা এখনো বর্তমান অন্তর্বতি সরকারের প্রতি আস্থা রেখেছি। আমরা বলতে চাই আমাদের আর ধর্য্যরে বাধ ভাঙ্গবেন না। আমরা গণতন্ত্রে বিশ^াসী। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকল ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। তাই অর্ন্তবতি সরকারকে বলব আর কালক্ষেপন নয় ডিসেম্বরের
মধ্যে নির্বাচন দিয়ে জাতির কাছে আপনার সন্মানিত হয়ে থাকুন। এদিকে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘প্রফেসর ইউনূস, দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গেই থাকবো। নির্বাচনে হারি-জিতি আপনাদের সঙ্গেই থাকবো। আমারা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলবো।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ংকর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হবো না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’ অপরদিকে ছাত্রদের উপদেষ্টা হওয়া বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকার যাওয়া (উপদেষ্টা হওয়া) ভুল হয়েছে। আমরা সবসময় দেখতে চাই, দেশে একটা গোষ্ঠী থাক। ছাত্রনেতারা থাকবে নির্লোভ। তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সরকারে থাকা প্রসঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, ‘সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতায় লোভ তখন মনে কষ্ট হয়। যখন পত্র-পত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এত টাকা কামায়, তাইলে পিএসরা কী করেছে!’ তিনি বলেন, ‘যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছেন। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।’ এছাড়া নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? তিনি বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়। জামায়াত আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তারা কারা? ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এই সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামবো। আমরা আমাদের দল থেকে পূর্ণ সমর্থন রাখবো। দ্বিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলো একসঙ্গে করবো এমন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আমরা বার্তা দেবো আমাদের ভাগ ভাগ, টুকরো টুকরো করে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বতী সরকারের ভুল সিদ্ধান্তে দেশের অর্থনীতি আরও সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পকারখানা বন্ধ করে দিয়ে সরকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। যদি এসব কারখানা প্রশাসকের মাধ্যমে চালু রাখা হতো, তাহলে শ্রমিকদের কর্মহীন হতে হতো না। রিজভী বলেন, দেশে এমনিতেই বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরমধ্যে অন্তর্র্বতী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সংকটকে আরও গভীর করেছে। শ্রমিক শ্রেণির জীবন এখন চরম দুর্বিষহ। তাই আর দেলী নয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯