আজ সোমবার | ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ৬ জিলকদ ১৪৪৬ | রাত ১০:৫১

রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে আ’লীগ

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৫ | ৭:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ৯ ধরেই চলছে। তবে অন্তর্বতি সরকার এখনো আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ বা আওয়ামীলীগের নিবন্ধন বাতিলের এখন পর্যন্ত কোন কর্যকর পদক্ষেপ না নেয়ায় ফুঁসতে শুরু করেছে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলি। দীর্ঘ ১৭ বছরে আওয়ামীলীগ দেশে যেভাবে দমন পিড়ন চালিয়েছে তাতে এ দেশে আওয়ামীলীগের রাজনীতি করার অধিকার নেই বলে অনেক দল মনে করেন। ইতিমধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গতকাল শুক্রবার মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এনসিপির দাবি ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গতকাল শুক্রবার বিকেল বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জের কয়েক হাজার নেতাকর্মী যোগ দিন। ’এদিকে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহŸান জানান হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ বহুদিন ধরে করে আসছেন হাসনাত। গত ২০ মার্চ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাদের প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই। আমাদের বলা হয়, এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ‘আমাদের আরও বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রæতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক আলোচনার মূল বিষয় হলো সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক এবং এর মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, তারা আর রাজনীতি করতে পারবে না। জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, যা ভোটের মাধ্যমে অথবা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাবে। তিনি আরও বলেন, ইতিহাসে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনরোষের ভয়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই তাদের রাজনীতি করার নৈতিক ভিত্তি নেই। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের রাজনীতি থেকে বের করে দেওয়াই একমাত্র উপায়। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগ এদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহŸায়ক সামান্তা শারমিন। বিপ্লবী ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, যেখানে যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখবেন, মিছিল দেখবেন, তখনই প্রতিবাদ করবেন এবং পুলিশের কাছে সোপর্দ করবেন। এদেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বিপ্লবী ছাত্র-জনতার উদ্দেশে সামান্তা শারমিন বলেন, আপনাদের বুকের রক্তের ওপর দিয়ে এই অন্তর্বতী সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বতী সরকারের কাছে আমরা দুইটি জিনিস চেয়েছিলাম -বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়ে তাদের গড়িমসি আমাদের আহত করছে। আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার, সেই বিষয়ে বলার অধিকার রাখে একমাত্র শহীদ ও আহতদের পরিবার এবং আহতরা। আমরা আজকে তাদের সামনে রেখে বলতে চাই, বিচার এবং সংস্কারের আগে আমরা নির্বাচন হতে দেব না। তিনি বলেন, ২০০৮ সালে পিলখান হত্যাকাÐ, ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকাÐ, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে দমন-পীড়ন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল। এই প্রত্যেকটি বিষয়ের বিচার আমাদের আদায় করতে হবে। তিনি আরো বলেন, আমাদের কাছে শহীদের মায়েরা ও আহতরা আকুতি জানিয়েছেন, আওয়ামী লীগের বিচারের আগে আমরা (এনসিপি) যেন মাঠ ছেড়ে না দেই। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেতে চায়, আমরা তাদের বলছি, আমরা যেভাবে জুলাই-আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করে মাঠ থেকে চলে যাব না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আমরা অনেক জায়গায় শুনতে পারি আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি, এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়, রাজনৈতিক দলগুলোর নয়। এ সিদ্ধান্ত জনগণের। এ সিদ্ধান্ত যে শহীদ মা তার সন্তানকে হারিয়েছে, সেই মায়ের। এ সিদ্ধান্ত আহত ভাই-বোনদের। স্নিগ্ধ আরও বলেন, আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এ খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের দুই হাজারের মতো ভাই-বোনদের হত্যা করেছিল, তাদের কি ফেরত চান? এ বাঙলার মানুষ ৫ আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তারা এ খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা আর এ খুনিকে ফেরত চাই না। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের পানির তৃষ্ণা এখনো মিটেনি। প্রয়োজন হলে আমরা আবু সাঈদের মতো বুক পেতে, আবারো মুগ্ধের মতো পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এ ফ্যাসিস্টের বিরুদ্ধে। আওয়ামী লীগে নিষিদ্ধে কোনো আপস নেই বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস কি এদেশে মানুষের অজানা। ৭১ এর পর শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছিল। শেখ মুজিব দেশের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছিল। এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল। তেহাত্তর সালে তো দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধে কোনো আপস নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে শেখ হাসিনার দেড় দশকেরও বেশি সময়ের স্বৈরশাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার আগে-পরে বিভিন্ন দেশে পালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও মন্ত্রী-এমপিরা। ওই অভ্যুত্থানে শেখ হাসিনার অনুগত নিরাপত্তা বাহিনী ও তার দলের সশস্ত্র ক্যাডারদের হামলাসহ সংঘাতে ১৪শ মানুষ হত্যাকাÐের শিকার হয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তাই এই খুনি দলকে নিষিদ্ধ করা ছাড়া দেশের জনগণ মেনে নেবে না। আর আওয়ামীলীগ নিষিদ্ধ হলে রাজনীতি থেকে হারিয়ে যাবে এই প্রভাবশালী আওয়ামীলীগ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা