আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | রাত ৩:১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৫ | ৮:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসা মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মসজিদটিতে জুমআর নামাজও আদায় করেন জাকির খান। পরে জামি’আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার গ্রহণ করেন তিনি। এসময় জাকির খান বলেন, এ মাদরাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেয়ে আমার বুকটা ভরে গেছে। আমি আল্লাহ্’র কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এ বিষয়ে মাদরাসাটির আহŸায়ক আলহাজ¦ হেদায়েত উল্লাহ্ খোকন বলেন, আজকে মাদরাসার আনন্দের দিন। কারণে, আজ আমাদের মাঝে জাকির খান সাহেব এসেছেন। তার আসাকে কেন্দ্র করে আজ মাদরাসায় সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। জাকির খান সাহেব আমাকে বলেছেন, মাদরাসার এতিমদের সাথে আজকে আমি ডাল-ভাত খাবো। মাদরাসার শিক্ষার্থীরা যা খাবার খেয়েছে জাকির খান একই খাবার খেয়েছেন। এজন্য মাদরাসার আহŸায়ক হিসেবে আমি জাকির খানকে আনন্দিক ধন্যবাদ জানাই। এদিকে জাকির খান মসজিদ ও মাদরাসায় আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও প্রায় হাজার হাজার মানুষের ঢল নামে মাদরাসা এলাকায়। জুমআর নামাজের পর তারা জাকির খানকে একবার দেখার জন্য পাগলের মত ছুটাছুটি শুরু করে। সবাই জাকির খানের সাথে হাত মেলানো জন্য ব্যাকুল হয়ে পড়ে। জাকির খান মাদরাসায় প্রবেশের সময় হাজার হাজার মানুষও তার সাথে মাদরাসায় প্রবেশের চেষ্টা করে। এসময় মাদরাসা কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটা হিমশিম খান। পরে জাকির খানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে। এসময় জাকির খানের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু, জাকির খানের বড় ভাই দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খান, জেলা প্রজন্মদলের আহŸায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, বিশিষ্ট সমাজ সেবক নাজির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা হালিম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা জাসসের যুগ্ম আহŸায়ক সনেট আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা