আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | রাত ৪:১৭

নড়বড়ে অবস্থায় মহানগর বিএনপি

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাকির খান। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২২ বছর পর নারায়ণগঞ্জের মাটিতে স্বাধীনভাবে পা রাখেন। ইতোমধ্যে গত চার বছর যাবৎ জাকির খানকে মহানগর বিএনপির সভাপতি হওয়ার প্রচার করে যাচ্ছেন তার সমর্থকরা। আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়া আবারো সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি আড়াই বছর অতিবাহিত হয়েছে। সে কোন সময়ে কমিটি ভেঙ্গে নতুন ভাবে সাজিয়ে দেয়ার গুঞ্জন রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতা আশ্বাসে এই কমিটি বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চেষ্টা করছে বলে জানা গেছে। এর ফলে সদ্য বহিষ্কৃত বিএনপি পদধারী নেতারা আবারো সক্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদ্য সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল তার বহিষ্কারদেশ প্রত্যাহারের দাবিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। তিনি ২০২২ সালে নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের প্রধান এজেন্ট হওয়ার দল তাকে বহিষ্কার করে নির্বাচনের পরে। এরপর থেকে এটিএম কামাল আমেরিকা পাড়ি জমান, বিগত ১ বছর যাবৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিতে আবারো সক্রিয়তা হওয়ার আভাস দেন। এদিকে সাবেক এমপি সেলিম ওসমানের নির্বাচনী মঞ্চে থাকার অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকল, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদকে বহিস্কার করেন। একই ভাবে সেলিম ওসমানের সক্রিয়তা থাকায় সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুকেও বহিষ্কার করেন দলের যুগ্ম মহাসচিব। তারা সকলেই বহিস্কার হলেও দলের পদে আসীন হওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের দারস্থ হয়ে রয়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় একাধিক সক্রিয় নেতাদের পদ বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকুছদুল আলম খন্দকার খোরশেদ সহ একাধিক বিএনপি নেতাদের কমিটিতে ঠাঁই দেয়া হয়নি। এর ফলে আহবায়ক কমিটি সক্রিয়তায় দুর্বল হয়ে পড়ে। ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপি কমিটি ঘোষনা দেয়া হলেও পরদিন ১৫ সদস্য পদত্যাগ করেন। এর পর থেকে মহানগর বিএনপি দ্ব›দ্ব ও দূর্বলতা প্রকাশ রাজপথে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত হওয়ার একাধিক গুঞ্জন ছড়িয়ে পড়ে। মহানগরের সভাপতি হওয়ার লক্ষ্যে আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, আতাউর রহমান মুকুল ও আবু আল ইউসুফ খান টিপু তোড়জোড় রয়েছে। এদিকে বর্তমান আহবায়ক সাখাওয়াতের স্ত্রী সাবেক এমপি সেলিম ওসমানের পিএস ছিলেন বলে মন্তব্যে করেছেন মুকুল। এর জবাব এখনো প্রকাশ না হলেও সাখাওয়াতকে ঘায়েল করতে চায় মুকুল। কারাবন্দি জাকির খান, পদবঞ্চিত নেতারা, বহিস্কৃতদের ও নতুন নেতৃত্বে নিয়ে আগামীতে মহানগর বিএনপি কমিটি গঠনে হ-য-ব-ল-র অবস্থা দিক ছুটছে নেতারা। অনেকে পদ হারাতে পারে এমন আশংকায় ভোগছেন দীর্ঘ দিন পদ ভোগকারীরা। এতে করে নড়বড়ে অবস্থায় রয়েছে মহানগর বিএনপি। কেন্দ্রের ঘোষণার অপেক্ষায় দিন গুনছে নেতাকর্মীরা। ইতিমধ্যে সুস্থ্য হয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে রাজকীয় ভাবে দেশে ফিরেছেন। তিনি দলকে আবার নতুন করে সাজাবেন। আর তিনি জানেন কাদের দিয়ে দলের নেতৃত্ব বজায় থাকবে। বেগম জিয়া আওয়ামীলীগের রোষানলে কারাগারে থাকায় এবং শেষ পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য থাকায় দলের তেমন খোঁজ নিতে পারেননি। এখন তিনি দলের খোঁজ নিবেন এবং দলকে সুসংঘঠিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা