
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জকে চলাচলের অযোগ্য করে রাখা অবৈধ অটোবাইকের চালকরা গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালানোর দু:সাহস দেখিয়েছে। যা নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এক সময় নারায়ণগঞ্জে পান থেকে চুন খসলে যারা সোচ্চার হয়ে উঠতেন আজ তাদের মুখে আওয়াজ নেই। নারায়ণগঞ্জে নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসীসহ বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন নারায়ণগঞ্জের সমস্য নিয়ে বিভিন্ন সময় কথা বললেও আজ সবচেয়ে বড় দু:সাহস দেখানো অবৈধ অটো চালকদের নিয়ে তাদের কোন বিবৃতি চোখে পড়েনি। অনেকে বলছেন এ সকল সংগঠনগুলি যেখানে স্বার্থ রয়েছে সেখানে তাদের আওয়াজ করতে দেখা যায়। বিগত পতিত সরকারের সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী দায়িত্বে থাকাবস্থায় তারা আইভীর অনুকম্পা পেতে বিভিন্ন সময় কথা বললেও আজকের ঘটনায় তারা নিশ্চুপ। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের যানজট নিরসন নিয়ে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ অটো চালকরা গতকাল সোমবার কার ইশারায় এতবড় দু:সহস দেখালো তা ক্ষতিয়ে দেখা জরুরী বলে মনে করেন নগরবাসী। গতকাল সোমবার দুপুরে শহরের প্রধান সড়কে প্রবেশসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত অটোরিকশা চালকরা নগর ভবন ঘেরাও করে হামলা চালিয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অটোচালকরা প্রথম মানববন্ধন করছিল। হঠাৎ তারা সশস্ত্র অবস্থায় সিটি করপোরেশনের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে করপোরেশনের কর্মচারীদের আহত করে। ঐ সময় নগর ভবনের নিচতলায় ভাঙচুর করা হয়। হামলাকারীরা দেড় ঘন্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখে। স্থানীয়দের অভিযোগ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা দাবিদার মাজহারুল ইসলাম জোসেফের অনুসারিরা ঐ হামলার সঙ্গে জড়িত। হামলাকারীদের শান্ত করতে বাধ্য হয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা জোসেফকে টেলিফোনে নগর ভবনে ডেকে নেন। এরপর তিনি গিয়ে হামলাকারীদের শান্ত করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জোসেফ হামলাকারীরা তার অনুসারি নয় দাবি করে বলেন, অনেকেই অনেক কথা বলতে পারে। ঘটনার সঙ্গে কোন ভাবেই আমার কোন যোগসূত্র নেই। সিটি করপোরেশনের স্টাফদের দাবি হামলাকারীদের হাতে দেশিয় তৈরী বিভিন্ন ধারালো অস্ত্র ছিল। ঐ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা করা হয়। হামলায় আহতরা হলো, সিটি কর্পোরেশনের যানজট নিরসন সুপারভাইজার সম্রাট ইসলাম (৩০), যানজট নিরসন কর্মী মো. শাওন (৩৫), লিটন (৩৮), পলাশ (৩৪), মোহামাম্দ আলী (৩০), সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী শামসুন্নাহার শিমলা (২২), মোস্তাফিজুর রহমান মুহিন (১৮), সাগর দাস (২০), মাসুম বিল্লাহ ফারাবি (২৩), মাহিদুল আল মাহি (২২), মাহিদুল আল মাহি (২২), মাহফুজ আহমেদ (২২), সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম ইমন (২২), ঢাকা কলেজের শিক্ষার্থী রাতুল দেওয়ান (২২), সরকারি কদমরসুল কলেজের সিয়াম সরকার (২৪), মো. নাহিদ ইসলাম হৃদয় (১৮), শফিকউদ্দিন শিফন (১৮), নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল এমএ মাদরাসার মিনহাজ প্রিন্স (২০), নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী শেখ সামি (১৮) ও মো. সানভী (২১)। ইজিবাইক চালকদের অভিযোগ, রিপন (২৮) ও সুমন (৩২) নামে তাদের দু’জন সহকর্মীও আহত হয়েছেন। গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে গত সপ্তাহে জেলা প্রশাসনের এক বৈঠকে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদনহীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে বিগত কয়েকমাস যাবৎ শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মত কর্মসূচি পলন করেছে তারা। গতকাল সোমবার দুপুরে অটোচালকরা নগর ভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধন থেকেই এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায়। হামলায় আহত যানজট নিরসনে কর্মরত ছাত্ররা জানায়, অটো চালকরা বিভিন্ন দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন করছিল। কিন্তু হঠাৎ করেই তারা তাদের উপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা আরো জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন সময় অটো চালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে অটোচালকদের অভিযোগ, সিটি করপোরেশনের যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার সম্রাট ইসলাম তাদের কাছ থেকে ভয় দেখিয়ে বেপরোয়া চাঁদাবাজি করে। একারণে অটো চালকরা তার উপর ক্ষুব্ধ ছিল। মানববন্ধন চলাকালে সম্রাট অটোচালকদের দেখে নেওয়ার হুমকি দিলে ক্ষুব্ধ চালকদের কেউ কেউ তার উপর চড়াও হয়। এ থেকেই ঘটনার সূত্রপাত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, কোন ধরনের উস্কানি ছাড়াই এ হামলার ঘটনা ঘটেছে। তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং আমাদের কর্মকর্তা কর্মচারী, যানজট নিরসনে দায়িত্বরত ছাত্রদের উপর হামলা করে। সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছি। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা হামলায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর অভিযোগ, শহরে অবৈধ অটোবাইকের দৌড়াত্বে চলাচল করা একেবারেই দুস্কর হয়ে পড়েছে। অবৈধ অটোবাইকের কারনে শহরে হরহামেশা যানজট লেগে থাকে। সেই সাথে অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে অটো চালানোর ফলে ইতিমধ্যে অনেকের প্রাণীও হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। অবৈধ অটোবাইকগুলি যদি একটি নিয়মের মধ্যে আনা না হয়ে তবে নারায়ণগঞ্জ শহরে চলাচল করা যাবেই না। আর যারা সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সিটি করপোরেশনের মত এমন স্থানে হামলা করা মানে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো। যারা এ হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী যেমন সেই সাথে বৈধ ভাবে অটোবাইকে নিয়ন্ত্রণ করাও জরুরী। যাতে শহরের যানজট নিরসন হয় সেই সাথে নগরবাসীর যাতায়তে দুর্ভোগ লাঘব হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯