আজ শনিবার | ২৮ জুন ২০২৫ | ১৪ আষাঢ় ১৪৩২ | ২ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:২৭

নগর কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিতের দাবি

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৫ | ৯:৩৭ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যানজট নিরসনে কর্মরতদের ওপর সংঘবদ্ধ চক্রটি হামলা চালায়। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন যৌথ বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জ শহর প্রায়ই তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। সড়কের তুলনায় পরিবহনের আধিক্য, অবৈধ স্ট্যান্ড, ফিটনেস ও অনুমোদনবিহীন বাস-মিনিবাস, রিকশা ও অটোরিকশার সংখ্যা বৃদ্ধি এসবই যানজটের অন্যতম কারণ। এর মধ্যে যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের ওপর হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।” নেতৃবৃন্দ আরো বলেন, “আমরা অতীতেও দেখেছি, এই ধরনের হামলায় সুবিধাভোগী গোষ্ঠীর ইন্ধন থাকে। এবারও তেমন লক্ষণ দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জবাসী অতীতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করেছে। কেউ পুরনো চেহারায় শহরকে ফিরিয়ে নিতে চাইলে তা প্রতিহত করা হবে।” তারা আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্থানীয় কাউন্সিলরদের অপসারণের পর থেকেই নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আজকের এই হামলা নগর কর্তৃপক্ষের কাজকর্ম আরও ব্যাহত করবে। সিটি কর্পোরেশনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” বিবৃতিতে হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান তারা। এছাড়া নগর কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা