আজ শনিবার | ২৮ জুন ২০২৫ | ১৪ আষাঢ় ১৪৩২ | ২ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:৪৩

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

ডান্ডিবার্তা | ২৮ জুন, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রæপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের প্রথম দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরের সাম‌নের সড়‌কে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রæপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রæপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত¡াবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে। খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন। এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবা‌দিক আবুল হো‌সেন, খানকা শরী‌ফের খা‌দেম লতিফ সিদ্দিক রতন, তপু সা‌রোয়ার, রকিবুল হাসান, বকুল সিকদার, কামাল হো‌সেন, এল‌ভিন ভূইয়া. সালাম হো‌সেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা