আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | রাত ৮:৫১

নয়া ছক কষছে স্বৈরাচারের দোসররা

ডান্ডিবার্তা | ১৮ মে, ২০২৫ | ৬:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বড় ধরনের কোন ঘটনা ঘটানোর জন্য গোপনে ছাক আঁকছে আওয়ামী দোসররা। এমন তথ্য গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। সম্প্রতি আওয়ামী দোসররা বেশ কয়েকটি তৎপরতা দেখালেও এখন আবার নিরব হয়ে গেছে। এ নিরবতাকেও অনেকে ষড়যন্ত্র বলে মনে করছেন। গোপন একটি সূত্র থেকে জানা গেছে, আওয়ামী দোসররা বিভিন্ন নামে সভা করছেন। তাও আবার সীমিত কয়েক জনকে নিয়ে তারা বিভিন্ন এলাকায় কুলখানী, জন্মদিন ও বিয়ের মত অনুষ্ঠানে গিয়ে একত্রিত হয়ে গোপনের সরকার বিরোধী ছক আঁকছেন। সূত্র জানায় তারা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নির্দেশে গোপনে মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করে চলেছেন। যাতে তাদের ডাক দিলে তারা দ্রæত কোন ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে পারে। নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভী গ্রেফতার হওয়ার আগে দেওভোগে বেশ কয়েক বার গোপন মিটিং হয়েছে বলে জানা গেছে। তবে কারা মিটিংয়ে অংশ নিয়েছে তারা কেহ স্থানীয় নয় বলে তাদের সনাক্ত করতে পারেনি। একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জকে অশান্ত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে স্বৈারাচারের দোসর অয়ন ওসমান ও আজমেরী ওসমানের বাহিনী। এর আগে এ বাহিনী আওয়ামীলীগের পক্ষে বিভিন্ন দেয়ালে পোস্টারিং, ঝটিকা মিছিল করেছে। এবার তারা বড় ধরনের কোন অপতৎপরতা করার ছক আঁকছে বলে জানা গেছে। সম্প্রতি নারায়ণগঞ্জ ও আশপাশ এলাকায় আওয়ামীলীগের পাতি নেতাদের শহর-বন্দরে ঘুরা ফেরা করতে দেখা যাচ্ছে। যারা ৫ আগষ্টের পর পালিয়ে গিয়েছিল তারা এখন নিজ নিজি এলাকায় ফিরতে শুরু করেছে। অনেকে আবার দিনে এলাকায় অবস্থান করলেও রাতে অন্যত্র সরে যাচ্ছে। তাদের মিশন যে কোন মূল্যে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে। ইতিমধ্যে সরকার আওয়ামীলীগের সকল কার্যক্রমসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। এ জন্য আওয়ামী দোসররা অতি গোপনে গোপন বৈঠক অব্যাহত রেখেছে। দেখা গেছে তারা নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে গোপন বৈঠক করছেন। তাদের গোপন বৈঠকগুলি এমন হয় যেমন তারা কয়েকজন নিরিবিলি স্থানে বসে আড্ডা দিচ্ছে। লোক দেখলেই হাসি তামাশা করছে। আবার লোজ চলে গেলে তাদের সেই দলীয় বৈঠক চালু করে। তারা এখন মূলত: চাচ্ছে বতর্মান অন্তর্বতি সরকারবে বেকায়দায় ফেলা। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, আওয়ামী দোসররা একম কোন কান্ড ঘটাবে যেখানে সরকার বিব্রত হতে পারে। যেমন ধর্মীয় বিষয়ে আঘাত আসে এমন কোন কাজ ঘটানো যাতে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আর সেই সুযোগে ভারতসহ আর্ন্তজাতিক মহল যাতে বর্তমান সরকারকে চাপে ফেলতে পারে। একন কিছু ছক তারা আঁকছে বলেও সূত্রে প্রকাশ। ওসমান বাহিনীর চেনা মুখগুলি লুকিয়ে থাকলেও কিছু পাতি নেতার উপর এ দায়ত্ব পড়েছে তারা যাতে দলের নেতাকর্মীদের সমন্বয় করে কিছু একটা করা যায়। তারা এখন সুযোগের অপেক্ষায় রয়েছে। সুযোগ পেলেই তারা সরকারকে বিব্রত করতে মাঠে ঝাপিয়ে পড়বে। স্বৈরাচার আওয়ামীলীগ একবার ধর্মীয় সংঘাত সৃষ্টি করে মুসলমানদের দমন করে ভারতকে খুশি করার জন্য কুমিল্লায় মুর্তির পায়ের কাছে পবিত্র কোরআন রেখে দেশে অশান্তি সৃষ্টি করে বিরোধীমতকে দমনপীড়নের পথ বেছে নিয়েছিল। সেই রকম কোন এক খেলায় মাটে নেমেছে আওয়ামী দোসররা। এ সকল বিষয় থেকে সবাইকে সজাগ থাকার জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সর্তক থাকার আহবান জানানো হয়েছে। যাতে আওয়ামী দোসররা দেশকে অশান্ত করতে কোন প্রকার ন্যক্কার জনক ঘটনা না ঘটাতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা