
ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ৬ জন আইনজীবীকে। এরা সকলে আওয়ামীলীগ পন্থী আইনজীবী এবং অেেনকের দলীয় গুরুত্বপূর্ণ পদ পদবীও রয়েছে। গত ১৩ মে রাতে নারায়ণগঞ্জ ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদি হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৫নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাকে। ১৬নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েলকে। ২৪নং আসামী করা হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার তৎকালীন সদস্য সচিব এডভোকেট মাসুদ উর রউফকে। ২৮নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহসীন মিয়াকে। ৩০নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আদালতের তৎকালীন পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকনকে এবং ৩১নং আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো: বাদলকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তথা স্বৈরাচার শেখ হাসিনার দোষর যথাক্রমে- আসামী একেএম সেলিম ওসমান (৭০), একেএম শামিম ওসমান (৬৪), তানভীর আহমেদ টিটু (৫১), ২০০৮ সালে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর হইতে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত তাহারা তাহাদের দোসরদের নিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নিয়ন্ত্রন নিয়ে ক্লাবে রাম রাজত্ব কায়েম করা শুরু করে এবং তাহাদের দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জ ক্লাবে সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ (তহবিল) তছরুপ ইত্যাদি এবং সর্বশেষ নির্মণাধীন বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যাদি গোপন রাখিয়া টাকা পয়সা হরিলুটের ঘটনাবলী ধামাচাপা দেওয়াসহ সকল প্রকার অপকর্মের প্রমাণ গোপন করিবার অসৎ উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২ আগস্ট ২০২৪ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকার সময় ক্লাবের গেস্ট হাউসের প্রেসিডেন্ট স্যুটে বসে -গোপন শলা পরামর্শ করে। ইহার প্রেক্ষিতে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সুযোগকে কাজে লাগাইয়া ১ হইতে ৩নং আসামীদের প্রত্যক্ষ হুকুম ও নির্দেশে নি¤েœউল্লেখিত আসামীরা পরস্পর যোগসাযসিক ভাবে গত ০৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ০৮ ঘটিকার সময় নারায়ণগঞ্জ ক্লাবের ভিতর অসংখ্য ফাকা গুলিবর্ষণ ও ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটাইয়া আতঙ্ক সৃষ্টি করি ক্লাবে লুটপাট ও ক্লাব ভাংচুর শুরু করে এবং ক্লাবের অফিসকক্ষে রক্ষিত সিন্দুক হইতে নগদ ছয় লক্ষ টাকা নিয়া যায়। একপর্যায়ে তাহারা অফিসকক্ষ, গেস্ট হাউস ও লাইব্রেরিসহ কয়েকটি কক্ষে বিস্ফোরক দ্রব্য দ্বারা অগ্নিসংযোগ করিয়া অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র, ব্যাংকের জমা ও চেক বই, এফডিআর রশিদসহ, উল্লিখিত সময়ের হিসাবপত্র, আসবাবপত্র, ইন্টেরিয়র ডিজাইন/ডেকোরেশন, এসি, টিভি, ফটোকপি মেশিন, কম্পিউটার সেট, প্রিন্টার মেশিন, লেমোনেটিং মেশিন, ল্যাপটপ, হার্ড ডিস্ক ও মনিটরসহ সিসি ক্যামেরা, পিএবিএক্স মেশিন, ফ্রিজ, ডিপ ফ্রিজ, পানির মটর, আইপিএস সেট, সাউন্ড সিস্টেম, ফ্যান ইত্যাদি সহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল বিস্ফোরক দ্রব্য দ্বারা আগুন লাগাইয়া বষ্মিভূত করে। উক্ত অগ্নিকান্ড থেকে ক্লাবের নামাজ ঘরও রক্ষা পায়নি। ইহাতে নারায়ণগঞ্জ ক্লাব এর আনুমানিক প্রায় দশ কোটি টাকা ক্ষতিসাধন হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯