আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:০১

আ’লীগ ক্ষমতায় না এলে বাড়ি ভাড়া দিবেন না কবির

ডান্ডিবার্তা | ১৮ মে, ২০২৫ | ৭:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাসা ভাড়া চাওয়ায় হুমকি নাসিকের সাবেক কাউন্সিলর মোঃ কবির হোসেনের। আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত কোন বাসা ভাড়া নাই জানিয়ে প্রাননাশের হুমকি, এনিয়ে বিপাকে বাড়িওয়ালা। তৎকালীন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নাসিক ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক নাসিক কাউন্সিলর মোঃ কবির হোসেনের দীর্ঘ ৬ মাসের বকেয়া বাসা ভাড়া চাইতে গিয়ে পড়তে হয়েছে হুমকির মুখে বাড়িওয়ালাদের। কখনো ফোনে কখনো বা লোক মারফতে দিয়ে যাচ্ছে একের পর এক হুমকি বলে জানিয়েছে ভুক্তভোগীরা। জানা যায়, গত বছর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর নারায়ণগঞ্জের অন্যতম একজন মোঃ কবির হোসেন এবং সাবেক নাসিক মেয়র ড. সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠজন। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি ও হামলার ঘটনায় থানায় হয়েছে একাধিক মামলার আসামী। আগষ্টের পর থেকে কবির হোসেন পলাতক হলেও বি কে রোডের দীল মোহাম্মদ দীলিপ ও মোঃ নবী হোসেনের মালিকানাধীন একটি ভাড়াটিয়া বাসায় তার পরিবারের অন্যান্য সদস্যরা আছেন। গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বকেয়া বাসা ভাড়া চাইতে গিয়েই এই হুমকির সম্মুখীন হচ্ছেন তারা। এবিষয়ে বাড়ির মালিক দীল মোহাম্মদ দীলিপ জানায়, গত নভেম্বর মাস থেকে আমার বাসার বকেয়া রয়েছে কবির হোসেনের কাছে। কবির হোসেন আগষ্ট মাস থেকে পলাতক তিনি বাসায় না থাকলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা থাকে। তাই আমি তার ছেলে দীপ্তকে বাসার বকেয়া ভাড়া ধীরে পরিশোধ করার জন্য জানাই। তারপর থেকেই আমি কেন বাসা ভাড়া চেয়েছি তার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। কখনো কবির হোসেন কখনো বা তার ছোট ভাই নেওয়াজ আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আবার কখনো লোক মারফত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, কবির হোসেন বাসা ভাড়া না দিলেও আমাকে প্রতিমাসে বিদ্যুৎ বিল, পানি বিল সহ বিভিন্ন বিল পরিশোধ করতে হচ্ছে। গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমার ৮০ হাজার টাকা বকেয়া পড়ে আছে। আমরা এই বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল মানুষ। এই বকেয়া বাসা ভাড়া চাইতে গিয়েই পড়তে হচ্ছে হুমকিতে। কবির হোসেন ফোন দিয়ে বলছে আমি কেন বাসা ভাড়া চেয়ে তার ছেলে মানসিকভাবে অত্যাচার করছি। যে পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় না আসবে তারা আমার বাসাও ছাড়বে আর ভবিষ্যৎও বাসার ভাড়াও দিবে না। এই এলাকার কোন শক্তি নাই তার এই টাকা আদায় করে নিবে। আর ভাড়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে দেখে নেবার হুমকি দিচ্ছে। আবার তার ছোট ভাই নেওয়াজও আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আইনী কোন ব্যবস্থা নিতে গেলে আমাকে বিভিন্ন মামলা মোকদ্দমা সহ দেখে নেবার হুমকি দিচ্ছে। এছাড়াও তারা লোক দিয়েও আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এই মুহূর্ত আমি ভীষন জীবনাশঙ্কা ভুগছি। এই দেশ দ্বিতীয় দফায় স্বাধীন হলেও আওয়ামী লীগের এই সন্ত্রাসবাহিনীর থেকে যে আমরা মুক্ত নয় তারই প্রমাণ আমার বাসার ভাড়াটিয়া কবিরের হোসেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা