
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বসে নেই আত্মগোপনে থাকা আওয়ামীলীগ নেতাকর্মীরা। তারা সুযোগ পেলেই ঝটিকা মিছিল, গোপান বৈঠক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রভাকান্ডা ছড়িয়ে দিচ্ছে। গোপনে গোপনে তারা সংগঠিত হতে শুরু করেছে। এক স্থানের নেতাকর্মীরা অন্য স্থানে গিয়ে অবস্থান করে তাদের মিশন বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। আর এসব নির্দেশ আসছে ভারত থেকে এমন একটি তথ্য পাওয়া গেছে নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামীলীগ কর্মীর কাছ থেকে। তিনি বলেন, আমাদের নেত্রী দেশ ভাল ভাবে চালাচ্ছিলেন। দেশের উন্নয়ন করে যাচ্ছি। এসময় বিদেশী শক্তি যাদের শেখ হাসিনা সেন্টমার্টিন দিতে চায়নি তাদের ইন্ধনে ছাত্রদের উস্কানী দিয়ে আন্দোলন করিয়ে শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমরা মনে করি শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি। তাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য যে কোন মূল্যে আমরা শেখ হাসিনাকে পুনরায় তাকে দেশে এনে তার ক্ষমতা তাকে ফিরিয়ে দেব। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে নামব। আমাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটা আমরা মানিনা। কারণ এ সরকারের কোন বৈধতা নেই। এ সরকার গণতান্ত্রিক সরকার নয়। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এ জন্য আমরা সংগঠিত হচ্ছি। এ বিষয়ে সাধারণ মানুষ মনে করেন। শেখ হাসিনা তার কর্মের কারণে তাকে ক্ষমতা হারাতে হয়েছে। তার মত জালিম সরকার আর নেই। সে এত মানুষ হত্যা করেছে যা এত কম সময়ে কোন যুদ্ধ চলা দেশে এত গণহত্যা হয়না। তাই বর্বর শেখ হাসিনার মত জালিম সরকারের এ দেশে স্থান নেই। শেখ হাসিনাসহ তার দোসররা দেশের অর্থ বিদেশে চাপার করে দেশকে খোকলা করে দিয়েছে। যারা উন্নয়নের নামে লুটপাট করেছে দেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছে তাদের এ দেশের মাটিতে বিচার হওয়া জরুরী। তাদের সাথে কোন আপোস নেই। জনগণ এখন আওয়ামীলীগকে ঘৃণা করে। আওয়ামীলীগ লুন্ঠনকারী, গণহত্যকারী, গুমকারী একটি সন্ত্রাসী দল। তারা দেশের স্বার্থ না দেশে ভারতে খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। দেশটাকে একটি তাবেদার রাজ্যে পরিনত করেছে। তাই শুধু আ্ওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই চলবে না আওয়ামীলীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। জেএমবির মতো। বর্তমানে আওয়ামীলীগের নেতাদের জেএমবির সাথে তুলনা করলেও কম হবে। কারণ আওয়ামীলীগের মিশন বাংলাদেশকে ভারতের তাবেদার বানানো। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যত পদক্ষেপই নিক তাতে আমরা বিচলিত নই। আমরা ভারতে নয় অন্য দেশের সাথে বানিজ্য করব। তবে আওয়ামীলীগের আত্মগোপনকারী নেতাকর্মীরা বসে নেই। তারা সুযোগ পেলেই তাদের তৎপরতা দেখাতে শুরু করে। যেমন গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল বের করা হয়। সে মিছিল থেকে ১১ নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্র জানায়, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় রোববার বিকেলে মিছিলের চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা। তখন ধাওয়া দিয়ে তাদের ১১ জনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এর আগে ১২ মে আওয়ামী লীগ এবং এর অঙ্গ–সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাÐ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯