আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:৪৮

সরকারকে কড়া হুশিয়ারী বিএনপির

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৫ | ৭:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বর্তমান অন্তর্বতি সরকারের বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সংকাদ সম্মেলন করে সরকারের প্রতি হুশিয়ারী দিয়ে বলেছে আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। আপনাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এ ফাটলকে কেন্দ্র করে আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পুরন করুন। কেন্দ্রীয় বিএনপির অবস্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সোচ্চার হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের নেতারা বলেন, অন্তর্র্বতী সরকার সংস্কার যা করার করেছে। আর সংস্কারের নামে কালক্ষেপন নয়। সংস্কার করতে হলে নির্বাচিত সরকার এসে করবে। আপনারা ইজ্জত নিয়ে আপনাদের দায়িত্ব যতটুকু তা করে জনগণের প্রত্যাশা পুরন করুন। এদিকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মোশাররফ বলেন, অন্তর্বতী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাÐে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে-এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্র্বতী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন- ‘এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে’। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তাক্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাংক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান। মোশাররফ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র-জনতার। কিন্তু গত সাড়ে ৯ মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে- তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্র্বতী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি। অন্তর্বতীকালীন সরকারের সা¤প্রতিক কিছু কর্মকাÐে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা