আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৪:০৩

আব্দুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন

ডান্ডিবার্তা | ০৯ জুন, ২০২৫ | ৭:৪২ অপরাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সব সময় বলছেন, নির্দোষরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। তার তো তদন্ত শেষ হয়নি।

তদন্ত শেষে আব্দুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন আর নির্দোষ হলে ছাড়া পাবেন। আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তাকে বিদেশে যেতে দেয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।

আড়াইহাজার ডাকাত প্রবন এলাকা উল্লেখ করে তিনি বলেন, ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে। এবার দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উৎযাপন করেছেন। মাদক ও ডাকাতির ব্যাপারে জনগণকে সচেতন করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল তা আপনারা জানেন। এখন ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২শ’ গাড়ি ক্রয় করছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি দেওয়া হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফুউদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় তিনি পুলিশ সদস্যদের নিজ এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা