আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | ভোর ৫:৪৯

না’গঞ্জে মানবতার কবি নজরুল শীর্ষক আলোচনা সভা

ডান্ডিবার্তা | ২৬ জুন, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও কবি-কথা সাহিত্যিক মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেছেন, বৈষম্যহীন পৃথিবী গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাই যথেষ্ট। গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেন, তরুণ প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। তিনি জোর দিয়ে বলেন, “নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের প্রাণিত করে।” তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে ভালোভাবে জানতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে কাজী নজরুল ইসলামের সৃষ্টি তুলে ধরার জন্য তিনি সবার প্রতি আহŸান জানান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে.এম. আল-আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা এবং নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহŸায়ক নিরব রায়হান।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা