
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহতদের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা দায়ের হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ ও ৩০ জুন চারটি মামলা রুজু করা হয়েছে। বাদী হয়েছেন মো. সিরাজুল ইসলাম (৫৮), মুনজিল হোসেন (৫০), মো. আল আমিন (২৩) এবং মো. ওয়াজেদ আলী (৪০)। মামলার এজাহার অনুযায়ী, মো. আল আমিন দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলকে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকেও আসামি করা হয়েছে। মো. সিরাজুল ইসলাম দায়ের করা মামলায় আসামির তালিকায় রয়েছেন—একেএম শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান এবং শাহজালাল বাদল। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। মুনজিল হোসেনের দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাত ৭০-৮০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অন্যদিকে, মো. ওয়াজেদ আলীর দায়ের করা মামলার আসামির তালিকাও আল আমিনের মামলার মতোই। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান এবং শাহজালাল বাদলকে আসামি করা হয়েছে। এ মামলায়ও অজ্ঞাত ৭০-৮০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বৃষ্টি হার্ডওয়ার দোকানের সামনে ছাত্র-জনতা আন্দোলন চলাকালে মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন ২০ জুলাই বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানিনগর অংশে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬)। সেদিন বিক্ষোভ দমন করতে শামীম ওসমানের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়। এতে আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। একইদিন ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন আল আমিনের ছোট ভাই আব্দুস সালাম। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর ওই ব্যাংক ভবন থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ওই দিনই ডাচ্ বাংলা ব্যাংক ভবনের সামনে ওয়াজেদ আলীর ছোট ভাই সেলিম মÐলও গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওসি শাহিনূর আলম বলেন, “চারটি মামলার মধ্যে একটি দায়ের হয়েছে ২৭ জুন, বাকি তিনটি ৩০ জুন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯