আজ বুধবার | ৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ১৩ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩০

নতুন করে মাফিয়া ও গডফাদার তৈরি হচ্ছে: রফিউর রাব্বি

ডান্ডিবার্তা | ০৯ জুলাই, ২০২৫ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, “শেখ হাসিনা দেশের বিচার ব্যবস্থাকে যে ভাবে ধ্বংস করে সরকার নিয়ন্ত্রিত করে রেখেগেছে তা, এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। তার দলের দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদারদের হাতে জিম্মি হয়েছিল সারা দেশের জনগণ। তার নির্দেশে সাড়ে এগার বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। বর্তমান অন্তর্র্বতী কালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তাতে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।” তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৮ মাস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আলী আহম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনের বাহিরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ত্বকী সহ বহু হত্যায় অভিযুক্ত শামীম ওসমান পরিবার সহ পালিয়ে গেলেও তাদের দুর্বৃত্ত-সন্ত্রাসীচক্র আজকে বিএনপির বিভিন্ন দলে, গ্রæপে যুক্ত হয়েছে। নতুন করে দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদার তৈরি হচ্ছে। হাট-বাজার, ঘাট, পরিবহন, প্রতিটি ক্ষেত্র নতুন করে দখলে গিয়েছে। অভ্যুত্থান উত্তর বাংলাদেশে জন-আকাঙ্খা অনুযায়ী এখনো বদল ঘটেনি। সরকার মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। যারা ত্বকীকে হত্যা করেছে সেই শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সন্ত্রসী শাহ নিজাম- তারাই গত জুলাইয়ে আন্দোলনকারী ছাত্র-শিশুদের উপর গুলি চালিয়েছে।” তিনি ত্বকী, সাগর-রুনী, তুন সহ নারায়ণগঞ্জের সকল হত্যার দ্রæত বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, “আগে শেখ হাসিনা ছিলেন ত্বকী হত্যার বিচারের জন্য মূল বাধা, কিন্তু এখন বাধাটা কোথায়? এখনো ওসমার পরিবারের দোসররা বিভিন্ন জায়গায় বহাল থেকে কাজ করে যাচ্ছে। সকল বক্তা ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান সহ সকল ঘাতকদের আইনের আওতায় এনে দ্রæত অভিযোগপত্র প্রদানের জন্য অন্তর্র্বতী কালীন সরকারের কাছ দাবি জানান।” সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, বাসদ জেলা সদস্য প্রদীপ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা