আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ৮:০৮

গাজীর সম্পদ জব্দের নির্দেশ

ডান্ডিবার্তা | ০৯ জুলাই, ২০২৫ | ১১:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট ৩০ কোটি ৮৬ লাখ টাকার অস্থাবর সম্পদ এবং ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ সংক্রান্ত আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসবিহীন প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি অবৈধ সম্পদ বিক্রির চেষ্টা করছেন এবং বিদেশ পালিয়ে যেতে পারেন—এমন তথ্য তদন্তে উঠে এসেছে। রাষ্ট্রীয় স্বার্থ ও মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। গত বছরের ২৫ অগাস্টে ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে রূপগঞ্জ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা