আজ বুধবার | ৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ১৩ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:১৫

জামিনে মুক্ত হয়ে আবারও বেপরোয়া মাদক চক্রের নিয়ন্ত্রক ইসমাইল

ডান্ডিবার্তা | ০৯ জুলাই, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার মৃত সেকান্দার বেপারীর ছেলে মোঃ ইসমাইল শেখকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের সঙ্গে জড়িত। একাধিক মামলার আসামী হওয়া সত্তে¡ও রাজনৈতিক ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল শেখ ২০০৮ সালের আগে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় রুমা গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তখন তিনি একজন সাধারণ শ্রমিক ছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। অভিযোগ রয়েছে, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী এবং বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর মাস্টারের ঘনিষ্ঠতা অর্জনের পর তার জীবনে পরিবর্তন আসে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ইসমাইল স্থানীয় বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এক পর্যায়ে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, নারী সংক্রান্ত অপরাধ, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাÐে জড়িত হন। এলাকার অনেকেই অভিযোগ করেছেন, তিনি বিভিন্ন স্থানে জমি দখল করে নিয়েছেন এবং জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মালিকানা দাবি করেছেন। ইসমাইল শেখকে কেন্দ্র করে পূর্ব গোপালনগর এলাকায় একটি সক্রিয় মাদক চক্র গড়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। তার মাদক ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে উঠে এসেছে মুসলিমনগরের আলোচিত মাদক কারবারি সানি এবং পূর্ব গোপালনগরের ইয়াবা ব্যবসায়ী জামানের নাম। এদের নিয়ে ইসমাইল একটি কিশোর গ্যাং গঠন করেন, যারা সাহিল গার্মেন্টস সংলগ্ন এলাকাসহ আশেপাশের এলাকায় নিয়মিতভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের দাবি, এই গ্যাংয়ের সদস্যরা দিনে-দুপুরে মাদক সেবন ও বিক্রয় করে এবং কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। এছাড়াও এ গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ সংঘটিত হয়, যার পেছনে ইসমাইল শেখের প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ইসমাইল শেখ তার রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে বারবার আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পার পেয়ে গেছেন। স্থানীয় সংসদ সদস্য, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রচার করে তিনি নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত করেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেন এবং এক ধরনের ‘অদৃশ্য নিরাপত্তা’ ভোগ করেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা আরও জানান, বর্তমানে শওকত চেয়ারম্যান ও ইউপি সদস্য জাহাঙ্গীর মাস্টার এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও ইসমাইল তাদের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি আন্দোলনের সময় বক্তাবলী ইউনিয়নে সাধারণ মানুষের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় মোঃ ইসমাইল শেখের নাম উঠে আসে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি ওই সহিংসতার অন্যতম পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে জড়িত ছিলেন। এরপর ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান দুই সঙ্গীয় ফোর্সসহ পূর্ব গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর কয়েকদিনের মধ্যে ইসমাইল জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও পূর্বের মতো অপরাধমূলক কর্মকাÐে জড়িত হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিনে বেরিয়ে আসার পর ইসমাইল আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। তিনি মাদক ব্যবসার পাশাপাশি জমি দখল, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পূর্ব গোপালনগরের এক বাসিন্দা বলেন, “গ্রেফতারের পর আমরা একটু স্বস্তি পেয়েছিলাম। কিন্তু জামিনে আসার পর সে আগের তুলনায় আরও ভয়ংকর হয়ে গেছে। প্রশাসনের নীরবতা আমাদের আতঙ্কিত করছে।” নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ইসমাইল শেখ বর্তমানে বক্তাবলীর সবচেয়ে আলোচিত অপরাধীদের একজন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তিনি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছেন। তারা আরও বলেন, “আমরা চাই প্রশাসন দ্রæত তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। তার জামিন বাতিল করে তাকে পুনরায় গ্রেফতার করতে হবে। নয়তো এলাকাবাসীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা