
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জামায়াত নেতাদের অনেকে বিএনপির কর্মকান্ডে অতিষ্ট হয়ে পগেছে। এক সময় জামায়াতে ইসলামী বিএনপিকে ডাল বানিয়ে বা বিএনপির কাধে ভর করে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়াতে পেরেছে সেই বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে মাঠে নেমেছেন তারা। জামায়াত নেতারা এখন বিএনপিকে নিয়ে নানা ধরনের কুৎসা রটানোরসহ বিভিন্ন স্থানে বিএনপির বিরোধীতা করে আকারে ইঙ্গিতে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আর বর্তমানে বিএনপিকে টপকিয়ে এগিয়ে যেতে শুরু করেছে জামায়াত। নারায়ণগঞ্জে জামায়াত-বিএনপি একসাথে কোর সরকারি আলোচনায় মিলিত হলেও কিন্তু রাজনৈতিক বিভাজন লক্ষ্য কারা যাচ্ছে। এ চিত্র মুধু নারায়নগঞ্জেই নয়। এ চিত্র এখন সারা দেশে ফুটে উঠেছে। তাই বিএনপি এবার জামায়াতের কর্মসূচির বিরুদ্ধে নতুন কর্মসূচি দিয়ে মাঠে নামছে। জামায়াত যখন রাজনৈতিক ভাবে দেউলিয়া হচ্ছিল তখন বিএনপি জামায়াতকে টেনে নিয়ে রাজনৈদিক মাঠে অস্থান করার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয় বিএনপি জামায়াতকে নিয়ে ৪ দলীয় জোট সরকারের সময় পাশে রেখে সরকার পরিচালনাও করেছে। সেই জামায়াত এখন সুযোগ বুঝে বিএনপিকে ল্যাংমেরে উপরে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা বলেন, আমরা যাদের কোলে নিয়েছিলাম তারা এখন আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা যাদের রক্ষা করেছি তারাই এখন আমাদের ডুবাতে চাচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জামায়াতের বেশ কয়েকজন নেতা বলেন, আমরা বিএনপির বিপক্ষে নই। বিএনপির কতিপয় নেতার অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করে যাচ্ছি। তবে এবার আমরা মাঠে একাই নির্বাচনে অংশ নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাব। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপৎ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ জন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই, দলীয় ৩১ দফা ও ইতিবাচক কাজ প্রচার, ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে দীর্ঘদিনের জোটসঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। যদিও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল। বিএনপি মনে করছে, জামায়াতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতকর্মীদের চাঙ্গা রাখা। এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশীসহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচনসহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক সমমনা দল। প্রাথমিকভাবে এই দলগুলো ঢাকাসহ দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯